একজন প্রশ্ন করেছেন কিভাবে spoken English এ ভাল করা যায়?
প্রথমে কিছু ইংরেজি শব্দ ও structure আপনাকে
জানতে হবে। তারপর ইংরেজিতে ভাবা শুরু করুন
উঠতে, বসতে, খেতে, চলতে, ফিরতে। অাব্বাকে
father,
শালাকে brother in law ভাবতে থাকুন
অামরা অনেক সময় spoken english এ ভুল করি।।
হয়তো অাপনার কোন বন্ধু ভাল জানে সে সেটা
শুধরিয়ে দিবে এতে লজ্জা পাবার কিছু নাই।
কারন you will learn through mistaking. অনেকে
থেমে যায় লজ্জায় এটা করবেন না। ভুল করবেন
শিখবেন। অার English spoken এ ব্যকরণের ABCD
জানা দরকার নাই। কথা বলা ইংরেজিতে
অাপনি মনের ভাব প্রকাশ করতে পারলেই যথেষ্ট।
অামার এক বন্ধু অনেক ভুল গ্রামার বলে কিন্তু
সে থামে না। continuously বলে চলে। সবাই ভাবে
সে ভালই পারে অাসলেই তাই। অবশেষে BCS
ক্যাডার হয়ে বসে অাছে।WOW. এটা বাস্তব ও
সত্য ঘটনা। সুতরাং যারা ইংরেজি ভীতিতে
মরছেন অার নয়।
,
অায়নার সামনে দাড়ান, ইংরেজিতে একটু কিছু
বলার চেষ্টা করুন। হাত মাথা ঝুকানো দেখে
নিজেই হাসবেন। থামবেন না চালিয়ে যান।
একসময় নিজেকে ইংরেজম্যান মনে হবে।
,
বন্ধুদের সাথে গ্রুুপ করে ইংরেজিতে কথা বলার
পরিবেশ তৈরী করুন। এমন পরিবেশ করেই জাকির
ভাই প্রশাসন ক্যাডার, অামি শিক্ষা ক্যাডার,
অারেকজন নন ক্যাডার থেকে সরকারি
হাইস্কুলে চাকরি করছে।
,
চারকোনা কাগজের টুকরায় একদিকে vocabulary,
অন্যদিকে অর্থ লিখুন। পকেটে রাখুন। সুযোগ
পেলেই বের করে একদিক দেখে অন্য দিকে কি
অাছে তা মনে রাখার চেষ্টা করুন। না পারলে
দেখে নিন। এভাবে অর্থ পেলে vocabulary, অার
vocabulary পেলে অর্থ জানার চেষ্টা করুন। কি
charismatic তাই না!!
,
এবার বউকে wife ভাবুন, darling ভাবুন, girl friend
ভাবুন, bed partner ভাবুন, sex partner, life
partner,better half, ohhh কত শব্দরে বাপু জানা যায়
বউকে নিয়ে বউকে গালি দিতে চাইলে
ইংরেজিতে দিন ( এটা কখনো করবেন না ),
ভালবাসার প্রেমকেলীর কথাগুলো ইংরেজীতে
বলুন। কী দেখুনতো ইংরেজিতে কথা বলা কত
সহজ!!!!!
,
ফেসবুকেও ৫ লাইন করে কোন বিষয়ে লিখতে
পারেন। বন্ধুরা ভুল ধরলে থামবেন না। শুধরে নিন,
লেখা চালিয়ে যান।
,
ওওওও হ্যা!!! listening পাওয়ার না বাড়ালে
অাপনার সকল চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তাই
ইংরেজি সংবাদ শুনুন। ভাল মুভি দেখতে পারেন।
বন্ধুদের বা নিজের কথা রেকর্ড করে শুনতে
পারেন।। এভাবে চালিয়ে যান, জয় অাপনার ।
অাজ যাচ্ছি তবে একেবারে যাচ্ছিনা, কথা হবে
অারকদিন, অন্য বিষয়ে ।।।। ধন্যবাদ সবাইকে।
(abdur razzaque abr)
EmoticonEmoticon