পল্টু : কিরে বিল্টু আজ চুপচাপ?
বিল্টু : সেই দুপুর থেকে মাথাটা ধইরা রইছে।
পল্টু : বাম লাগিয়েছিস?
বিল্টু : হ, বাম লাগাইছি, ওষুধও খাইছি, মাথা ধুইয়া দেখছি, নাকে পানি টাইনা দেখছি।
কিছুতেই কিছু হইতাছে না।
পল্টু : আমারও একবার এই রকম মাথা যন্ত্রণা হচ্ছিল। কিছুতেই কমে না। শেষে বউয়ের কোলে মাথা রেখে শুইলাম। বউ মিনিট পনেরো চুলে বিলি কেটে, শাড়ির আঁচলের বাতাস দিতেই সব যন্ত্রণা ভোঁ ভোঁ উড়ে গেলো।
বিল্টু : কস কি? হাছা নাকি?
পল্টু : তবে আর বলি কিরে। একেবারে ম্যাজিক।
বিল্টু : বাহ! তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাইব?
।
বিল্টু : সেই দুপুর থেকে মাথাটা ধইরা রইছে।
পল্টু : বাম লাগিয়েছিস?
বিল্টু : হ, বাম লাগাইছি, ওষুধও খাইছি, মাথা ধুইয়া দেখছি, নাকে পানি টাইনা দেখছি।
কিছুতেই কিছু হইতাছে না।
পল্টু : আমারও একবার এই রকম মাথা যন্ত্রণা হচ্ছিল। কিছুতেই কমে না। শেষে বউয়ের কোলে মাথা রেখে শুইলাম। বউ মিনিট পনেরো চুলে বিলি কেটে, শাড়ির আঁচলের বাতাস দিতেই সব যন্ত্রণা ভোঁ ভোঁ উড়ে গেলো।
বিল্টু : কস কি? হাছা নাকি?
পল্টু : তবে আর বলি কিরে। একেবারে ম্যাজিক।
বিল্টু : বাহ! তা কখন গেলে তোর বউরে বাড়িতে পাওয়া যাইব?
।
EmoticonEmoticon