ইন্ডাকশন মোটর বা এসি মোটর এর কিছু প্রশ্ন উত্তর (চাকরির লিখিত ও ভাইবা প্রস্তুতি) পর্ব ২

এসি মোটর বা ইন্ডাকশন মোটর নিয়ে আমাদের মাঝে অনেক প্রশ্ন থাকে। এছাড়া এসি মোটর নিয়ে চাকুরীর ভাইবা এবং  লিখিত পরিক্ষায় অনেক প্রশ্ন হয়ে থাকে। আমরা যে সব প্রশ্ন গুলো নিয়ে আজ আলোচনা করবো সেগুলো থেকে আশা করা যায় যে আপনার বেসিক অনেক ক্লিয়ার হবে এবং চাকুরীর জন্য ভালো একটা প্রস্তুতি হবে। তাহলে চলুন দেখি কি কি প্রশ্ন থাকবে প্রথম পর্বে।


  1. এসি মোটর বা ইন্ডাকশন মোটর কি বা কাকে বলে?
  2. এসি মোটর বা ইন্ডাকশন মোটর কত প্রকার ও কি কি?
  3. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে?
  4. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কোথায় ব্যবহার করা হয়?
  5. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে চালু করার পদ্ধতি কি কি?
  6. থ্রী ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে?
  7. থ্রী ফেজ ইন্ডাকশন মোটরের স্ট্যার্টিং পদ্ধতির কয়েকটি নাম লিখ?
  8. ইন্ডাকশন মোটরের স্লিপ কি?
  9. থ্রী ফেজ ইন্ডাকশন মোটরকে বিপরীত দিকে ঘুরাতে হলে কি করতে হবে?
  10. ইন্ডাকশন মোটরের গতিবেগ কিভাবে নিয়ন্ত্রন করা যায়?

এসি মোটর বা ইন্ডাকশন মোটর কি বা কাকে বলে?

সাধারন কথায় বলতে গেলে ইন্ডাকশন মোটরের স্টেটরে তিন ফেজ উয়াইন্ডিং থাকে। এই উয়াইন্ডিং এর সৃষ্ট পোল সবসময় জোড় হয়ে থাকে যেমনঃ ২ পোল, ৪ পোল, ৬ পোল ইত্যাদি।
স্টেটরে তিন ফেজ এসি সাপ্লাই দেওয়া হয় যার ফলে কারেন্ট প্রবাহিত হয় এবং এতে একটি ঘুরন্ত চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যা সিনক্রোনাস স্পিডে ঘুরতে থাকে এবং তা মোটরের মধ্যস্থিত কন্ডাক্টরকে কর্তন করে ফলে ফ্যারাডের ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে রোটর কন্ডাক্টরে ইএমএফ আবিষ্ট হয়।
এই আবিষ্ট তড়িৎ চাপের জন্য কারেন্ট প্রবাহিত হয়ে থাকে রোটরে ঘূর্ণন উৎপন্ন হয় ফলে স্টেটরে চুম্বক বলরেখা যেদিকে ঘুরে রোটরও সেদিকে ঘুরতে আরম্ভ করে। ইন্ডাকশন নীতির উপর ভিত্তি করে এ মোটর ঘুরে বলে একে ইন্ডাকশন মোটর বলা হয়।

এসি মোটর বা ইন্ডাকশন মোটর কত প্রকার ও কি কি?

সাপ্লাই অনুযায়ি
সাপ্লাই অনুযায়ি ইহা দুই প্রকার
  1. সিঙ্গেল ফেজ
  2. থ্রী ফেজ
সিঙ্গেল ফেজ মোটর
সিঙ্গেল ফেজ মোটর আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে
  1. রিপালশন মোটর
  2. রিল্যাকট্যান্স মোটর
  3. সেডেড পোল মোটর
  4. হিসটেরেসিস মোটর
  5. ইউনিভার্সাল মোটর
  6. ক্যাপাসিটর স্টার্ট এবং ক্যাপাসিটর রান মোটর
  7. স্ট্যান্ডার্ড স্পিল্ট ফেজ মোটর
থ্রী ফেজ মোটর
থ্রী ফেজ মোটর আবার তিন প্রকার
  1. স্কুইরেল কেজ টাইপ
  2. স্লিপ রিং টাইপ
  3. ডাবল স্কুইরেল কেজ টাইপ

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে?

যে সকল মোটরের স্টেটরে এক ফেজ সাপ্লাই দেওয়া হয় এবং এর রোটরে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি স্টেটর থেকে ইন্ডাকশন পদ্ধতিতে পেয়ে থাকে তাকে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর বলে।

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কোথায় ব্যবহার করা হয়?

  • বাসা বাড়িতে পানি তুলার পাম্প মেশিনে
  • ফুড ড্রিংক মিক্সার মেশিনে
  • ভ্যাকুয়াম ক্লিনারে

সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু করার পদ্ধতি কি?

  • মোটরের ফেজকে বিভক্ত করে চালু করা হয়।
  • রিপালশন মোটর হিসেবে চালু করা হয়।
  • ক্যাপাসিটর মোটর হিসেবে চালু করা হয়।

থ্রী ফেজ ইন্ডাকশন মোটর কাকে বলে?

থ্রী ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরে তিন ফেজ উয়াইন্ডিং থাকে যাতে সাপ্লাই দিলে ঘুরন্ত চুম্বক ক্ষেত্র তৈরি করে এবং সিনক্রোনাস গতিবেগে ঘুরতে থাকে। এই চুম্বক বলরেখা রোটর কন্ডাক্টর এ ভোল্টেজ কে আবিষ্ট করে যা কারেন্ট এবং ঘুর্নক উৎপন্ন করে।

থ্রী ফেজ ইন্ডাকশন মোটরের স্ট্যার্টিং পদ্ধতির কয়েকটি নাম লিখ?

  • ডাইরেক্ট অন লাইন স্ট্যার্টার
  • থ্রী ফেজ স্টার-ডেল্টা পদ্ধতি
  • রোটর রেজিস্ট্যান্স স্ট্যার্টার
  • অটো ট্রান্সফরমার পদ্ধতি
  • স্টার ডেল্টা স্টার্টার

ইন্ডাকশন মোটরের স্লিপ কি?

ইন্ডাকশন মোটরের রোটর সবসময় সিনক্রোনাস স্পিডের চেয়ে কম গতিতে ঘুরে। এখন প্রশ্ন হতে পারে যে কেন কম গতিতে ঘুরে। যদি রোটর সিনক্রোনাস স্পিডে ঘুরে তাহলে ফ্লাক্স তার পরিবাহীকে কর্তন করতে পারবে না।
মোটরের সিনক্রোনাস স্পিড (Ns) ও রোটর স্পিড (Nr) এর পার্থক্যকে সিনক্রোনাস স্পিড দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ইন্ডাকশন মোটরের স্লিপ বলে। একে সাধারণত শতকরায় প্রকাশ করা হয়। এটা সাধারণত ৪ থেকে ৮ পার্সেন্ট থাকে।
%S=(Ns-Nr)*100/Ns

থ্রী ফেজ ইন্ডাকশন মোটরকে বিপরীত দিকে ঘুরাতে হলে কি করতে হবে?

থ্রী ফেজ ইন্ডাকশন মোটরকে বিপরীত দিকে ঘুরাতে হলে যে কোন দুইটি ফেজের সংযোগ পরস্পরের মধ্যে বদলে দিতে হবে।

ইন্ডাকশন মোটরের গতিবেগ কিভাবে নিয়ন্ত্রন করা যায়?

ইন্ডাকশন মোটরের গতিবেগ যেভাবে নিয়ন্ত্রন করা যায়।
  • সাপ্লাই ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে
  • মোটরের পোল সংখ্যা পরিবর্তন করে
  • ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে
  • রোটরের রেজিস্ট্যান্স কম বেশি করে
  • ক্যাস্কেড কন্ট্রোল পদ্ধতিতে
আজকের এই লেখাতে যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। আমরা চেষ্টা করবো আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তর দিতে। সাথেই থাকুন, খুব শিগ্রয় দ্বিতীয় লেখা পাবলিশ হবে।


EmoticonEmoticon