আমরা আমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল করবো CS6 এর মাধ্যমে। এখানে CS6 পোর্টেবল ব্যবহার করা হয়েছে।
আমাদের কাজের জন্য যে দুইটি মডেল পিকচার দরকার তার মধ্যে একটি।
আমাদের প্রয়োজনীয় দ্বিতীয় ফটো। ঘূর্ণিঝড়ে নৌকা ।
আমাদের শেষ ফলাফল হবে এরকম। যদি আপনি সঠিক ভাবে সকল কাজ করতে সক্ষম হন। একজোড়া নাইচ কপল, যারা হারিয়ে গিয়েছে একা বিশাল এক সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড়ে ।
ফটোশপ টিউটোরিয়ালঃ CS6 এর মাধ্যমে হলিউড মুভি স্টাইলে পোষ্টার তৈরি।
আমাদের প্রয়োজনীয় দুটি ছবিকে ফটোশপে আলাদা দুইটি নতুন ট্যাবে খুলে নেই।
টুলস অপশন থেকে Move Tool সিলেক্ট করে নেই প্রথমে।
এবার আমরা মাউস পয়েন্টার দ্বারা ছবিকে ড্রাগ করবো।
আমরা আমাদের প্রথম ছবির কপল দের উপর ঘূর্ণিঝড়ের ছবিটিকে টেনে এনে ছেড়ে দেবো।
দেখুন একটি ছবিকে আরেকটির উপর এনে ছেড়ে দেয়া হয়েছে শুধু মাত্র ড্রাগ (টেনে এনে ছেড়ে দেয়াকে ড্রাগ বলে) করে।
এবার আপনি লেয়ার প্যানেলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের নতুন ছবিটির জন্য Layer 1 নামে একটি নতুন লেয়ারের সৃষ্টি হয়েছে।
আপনি এবার লক্ষ্য করলে দেখবেন যে আমাদের ছবিটি ড্রাগ করে সেছে ঠিকি তবে মাপ মতো ঠিক করে বসে নাই। যার জন্য এবার আমরা আমাদের ছবিকে রিসাইজ করে দেবো।
আপনার ফটোশপের উপড়ের মেন্যুবার থেকে Edit এর মাঝে যেয়ে Free Transform অথবা কীবোর্ড থেকে Ctrl+T চেপে চালু করে নিন।
এবার ছবিটিকে চারপাশেই কমাতে-বাড়াতে চাইলে মাউস পয়েন্টার ব্যবহার করুন অথবা যদি শুধু মাত্র উপড়ে নিচে বাড়াতে-কমাতে চান তবে কীবোর্ড থেকে Shift চেপে ধরে রাখুন এবং অতঃপর কাজ করুন।
আপনার যদি মনেহয় যে পারফেক্ট (কাজ শেষ) তবে কীবোর্ড থেকে Enter চেপে দিন।
আমরা এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারের নামকে রিনেম করে দেবো।
আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ক্লিক করুন।
অতঃপর আপনার কীবোর্ড থেকে Alt চেপে ধরে রেখে নামের উপর ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড লেয়ারকে Layer 0 বানিয়ে ফেলুন।
Layer Mask অ্যাড করাঃ
Layer 1 সিলেক্ট করে Add Layer Mask এর মাঝে ক্লিক করুন।
এতে করে Layer 1 এর পাশে white highlight border এর দেখা পাবেন।
আপনার ফটোশপের টুলস মেন্যু থেকে Gradient Tool সিলেক্ট করুন।
এবার উপড়ের gradient preview bar থেকে
Black, White gradient সিলেক্ট করে নেন।
এবার আপনার ছবিটিকে উপড়ের ছবিটির মতো মাউস পয়েন্টার দ্বারা আপনি যতোটুক চান ততোটুক সিলেক্ট করে ড্রাগ করে নিচে আনুন।
দেখুন আমাদের দুইটি ছবি এখন একসাথে blended হয়ে গিয়েছে।
আপনি যদি ছবি বা দ্দিয়ে শুধু মাত্র gradient দেয়া প্রলেপটা দেখতে চান তবে কীবোর্ড থেকে Alt চাপুন এবং layer mask thumbnail এর মাঝে ক্লিক করুন।
ছবি নয় শুধু মাত্র প্রলেম টাই এখন দেখতে পাচ্ছেন। আগের অবস্থায় ফিরে যেতে কীবোর্ড থেকে Alt চাপুন এবং layer mask thumbnail এর মাঝে ক্লিক করুন।
এবার আমাদের একটি নতুন লেয়ার তৈরি করতে হবে যাতে আগের দুইটি লেয়ারের কোন ছোঁয়া না পেয়েই ছবিটি তাতে অবস্থান নেয়। এর জন্য কীবোর্ড থেকে Shift+Ctrl+Alt+E চাপুন।
Filter মেন্যু থেকে Noise এর মাঝে যেয়ে Add Noise এর মধ্যে ক্লিক করুন।
অতঃপর উপড়ের ছবির মতো একটি বক্স আসলে Distribution অপশন থেকে Gaussian এবং Monochromatic অপশন এর মাঝে টিক দিয়ে দিন এবং Amount 2.45 করে দিতে পারেন।
ব্লাক অ্যান্ড হোয়াইট এডজাস্টমেন্ট লেয়ার অ্যাড করাঃ
ডান পাশে লেয়ারের উপড়ে CS6 এর মঝে এগুলো পাবেন।
Black & White আইকনে ক্লিক করুন এডজাস্টমেন্ট প্যানেল থেকে।
লেয়ার প্যানেল টি লক্ষ্য করলে নতুন লেয়ার আপনার চোখে পড়বে।
অপশন থেকে কাস্টম সিলেক্ট করে দিয়ে ছিবির মতো করে দিন অথবা Auto তেও ক্লিক করে ফটোশপ কেই কালার করতে দিতে পারেন।
কাজ করার পর আমাদের ছবিটিকে দেখতে লাগবে এরকম ।
Hue/Saturation Adjustment Layer অ্যাডঃ
আবারো সেই এডজাস্টমেন্ট প্যানেল থেকে Hue/Saturation আইকনে ক্লিক করুন।
আগের মতোই লেয়ার প্যানেলে এটিও দেখাবে।
উপড়ের ছবিটির মতো Hue 30 Saturation 35 করে দিন এবং এই সব কাজের আগে অবশ্যই Colorize এর মধ্যে টিক দিতে ভুলে জাইয়েন না।
ব্লেন্ড মুডকে কালারে পরিবর্তনঃ
ব্লেন্ড মুডকে নরমাল থেকে পাল্টে কালার করে দিন।
যাইহোক সবশেষে এই হচ্ছে আমাদের হলিউড স্টাইলে মুভির পোষ্টার ।
এই কাজ করতে ৭ মিনিট ও লাগে না! তেমনি ভেবেছিলাম ২০ মিনিটেই টিউটোরিয়াল লিখবো! তবে কয় ঘণ্টা যে লাগলো সেটা আমিই বুঝতে পারলাম ।
ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন।
EmoticonEmoticon