ফায়ার সার্ভিসে ৯৯ জন নিয়োগ


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ড্রাইভার পদে ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। ১ সেপ্টেম্বর ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং ওজন কমপক্ষে ১১০ পাউন্ড থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ শারীরিক যোগ্যতা, ড্রাইভিং টেস্ট, ব্যবহারিক, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে সকাল ৮টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স, মিরপুর (১০নং গোলচত্বর), ঢাকায় উপস্থিত থাকতে হবে।
ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা ২৯ অক্টোবর এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের ৩০ অক্টোবর পরীক্ষা নেয়া হবে।  


EmoticonEmoticon