নতুন রবি গ্রাহক ১২৯ টাকায় ২ জিবি’র উপর ২০০% নাইট বোনাস

Tags


নতুন রবি গ্রাহক ১২৯ টাকায় ২ জিবি’র উপর ২০০% নাইট বোনাস উপভোগ করবেন।
রিচার্জভলিউমমেয়াদমন্তব্য 
১২৯৬ জিবি৭ দিন২ জিবি (২৪ ঘন্টা) ৪ জিবি (রাত ১টা-সকাল ১১টা)


অতিরিক্ত তথ্য:
  • কেবল প্রিপেইড গ্রাহকের জন্যে।
  • ইজিলোডের টাকা ভ্যাট, এসডি ও এসসি সংযুক্ত থাকবে।
  • এই প্যাকে রিচার্জ করলেই কেবল বোনাস অফার পাওয়া যাবে।
  • এই ইন্টারনেট প্ল্যানটি টুজি ও থ্রিজি উভয় নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে।
  • অতিরিক্ত ইন্টারনেট ব্যালেন্স ও মেয়াদ চেক করতে *১২৩*৩*৫# ডায়াল করুন।
  • প্যাকের অধিক ব্যবহারের জন্যে অন্য কোন ডাটা প্যাকের ডাটা ভলিউম (যদি থাকে) ব্যবহার করা যাবে, অথবা ০.০১ টাকা/১০ কেবি (+এসডি, ভ্যাট ও এসসি) ডাটা চার্জ প্রযোজ্য হবে। প্যাকের মেয়াদ শেষ হয়ে গেলে অন্য কোন ডাটা প্যাক ব্যবহার করা যাবে, অথবা ০.০২ টাকা/১০ কেবি (+এসডি, ভ্যাট ও এসসি) ডাটা চার্জ প্রযোজ্য হবে।


EmoticonEmoticon