ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর

Tags

প্রশ্ন : স্ত্রীকে স্বামীর দেয়া অলংকার এবং তার বাবার দেয়া অলংকারের মালিক কে? এ সব অলংকারের জাকাত দেয়া কার ওপর আবশ্যক? সামিহা, কিশোরগঞ্জ

উত্তর : স্বামী স্ত্রীকে মোহরানা বাবদ যে অলংকার দিয়েছে এবং বাবা মেয়েকে দেয়া অলংকারের মালিক গ্রহীতা স্ত্রী বা মেয়ে। এ জন্য তা জাকাতের নেসাব পরিমাণ হলে অলংকারের মালিক স্ত্রী বা মেয়ের ওপরই জাকাত দেয়া আবশ্যক হবে।

[হিদায়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ১৯৫; ফাতাওয়া দারুল উলুম, খণ্ড : ৬, পৃষ্ঠা : ৫০]

প্রশ্ন : স্বামী স্ত্রীর দুধ পান করে ফেললে বিয়ে ভেঙে যাবে?

হাসিব মাহমুদ, কুষ্টিয়া

উত্তর : নিজ স্ত্রীর স্তন কেবল মুখে নিলে গুণাহ হবে না। তবে স্ত্রীর দুধ পান করা জায়েজ নেই। ভুলে মুখে চলে গেলেও ফেলে দিতে হবে। পান করা যাবে না। এমন হয়ে গেলেও বিয়ে ভঙ্গ হবে না।

[ফাতাওয়া আদ্দুররুল মুখতার, খণ্ড : ৩, পৃষ্ঠা : ২১১; তাতারখানিয়া, খণ্ড : ১, পৃষ্ঠা : ৪১৮]

প্রশ্ন : স্ত্রী স্বামীকে বাপ বা ভাই বললে বিবাহ নষ্ট হবে কি?

শামসুন্নাহার, আন্দরকিল্লা, চট্টগ্রাম

উত্তর : স্ত্রীর জন্য স্বামীকে বাপ বা ভাই কোনোভাবেই বলা উচিত নয়। তবে এরকম বলে ফেললে, বিবাহে কোনো প্রভাব পড়বে না। বিবাহ নষ্ট হবে না। তারা স্বাভাবিক নিয়মে স্বামী-স্ত্রী হিসেবে থাকতে পারবে।

[ফাতাওয়া দারুল উলুম, খণ্ড : ১০, পৃষ্ঠা : ২১১; ফাতাওয়া উসমানী, খণ্ড : ৩, পৃষ্ঠা : ৩২১]

মুফতি আহসান শরিফ : প্রিন্সিপাল, মাদ্রাসাতুল বালাগ ঢাকা। ফোন করুন : ০১৮৩৭ ৪২৪০৭১ ই-মেইল : ahsan778@gmail.com


EmoticonEmoticon