একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ও ফলাফল পরবর্তী প্রয়োজনীয় তথ্য জেনে নিন


২০১৭-১৮ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির শিক্ষার্থীদের মেধা, পছন্দক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানের আসন সংখ্যার ভিত্তিতে মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি
০৫ জুন ২০১৭ তারিখ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ করে। প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
ফলাফল দেখার উপায়ঃ
  • অনলাইনে রোল, বোর্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
  • আবেদনের সময় প্রদত্ত নম্বরে এসএমএস করেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রকাশিত ফলাফল শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে সরাসরি লেখাপড়াবিডি.কম থেকেও জানা যাবে….

২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির ফলাফল দেখুন এখান থেকে

ফলাফল দেখতে আপনার রোল নম্বর লিখে বোর্ড ও পাশের সাল বাছাই করে রেজিস্ট্রেশন নম্বর লিখুন এবং ৫ম ঘরে প্রদর্শিত সংখ্যাটি বসানঃ
শিক্ষা বোর্ড এর অফিসিয়াল সাইট থেকে ফলাফল জানতে এখানে ক্লিক করুন

পিন ভুলে গিয়ে থাকলে এখানে ক্লিক করুন

মনোনীত আবেদনকারীকে ৮/৬/২০১৭ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে ১৮৫ টাকা (টেলিটক, শিওর ক্যাশ এবং রকেটের মাধ্যমে) জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় মনোনয়ন ও ভর্তির আবেদন বাতিল হবে।
এবার ভর্তির জন্য আবেদন করেছেন মোট ১৩ লাখ ৯ হাজার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থী। আদেনকারীদের মধ্যে ৯৫ দশমিক ০৩ শতাংশ প্রথম তালিকায় এসেছেন বলে জানা গেছে। বাকীগুলো দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় চলে আসবে। আগামী ১৩ জুন দ্বিতীয় ও ১৮ জুন তৃতীয় তালিকা প্রকাশ করা হবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমাঃ
১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ০৫ জুন।
শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ০৬ থেকে ০৮ জুন পর্যন্ত।
মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ  ০৯ থেকে ১০ জুন পর্যন্ত।
২য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ  ১৩ জুন।
২য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৪ থেকে ১৫ জুন পর্যন্ত।
মাইগ্রেশন আবেদন (অপশন প্রদান) ও নতুন আবেদনঃ ১৬ থেকে ১৭ জুন পর্যন্ত।
৩য় মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ১৮ জুন ।
৩য় পর্যায়ে শিক্ষার্থীর Selection নিশ্চয়নঃ ১৯ জুন।
ভর্তির সময়সীমাঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর ২০-২২ জুন এবং ঈদের ছুটির পর ২৮-২৯ জুন একাদশ শ্রেণিতে ভর্তি করানো হবে।
নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।


EmoticonEmoticon