মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি

আকর্ষণীয় পদে চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। অস্থায়ীভাবে ‘ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান বা বিজ্ঞানের অন্য কোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি গবেষণা পত্রিকায় কমপক্ষে পাঁচটি প্রকাশনা থাকতে হবে। প্রার্থীদের গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞ হতে হবে।
বয়স
আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। ফরম মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইট (www.fri.portal.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা ‘মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ’। আবেদন করার সুযোগ থাকছে ৯ জুলাই-২০১৭ পর্যন্ত।
বিস্তারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় ২ জুন, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন :


EmoticonEmoticon