এমবি/জিবির হিসাব ভুলে, অ্যাপ-এ ইন্টারনেট কিনুন মিনিট বুঝে" - এই স্লোগানকে ভিত্তি করে মোবাই অপারেটর রবি চালু করেছে Robi iBuddy নামের একটি ভিন্নধর্মী অ্যাপ।
তাই, Robi iBuddy মানেই ইন্টারনেট ব্যবহার এখন আরও সহজ! উপভোগ করুন দুর্দান্ত গতির আনলিমিটেড রবি ৩জি ইন্টারনেট এক্সপেরিয়েন্স। রবি গ্রাহকরা iBuddy অ্যাপ ব্যবহারে আপনার ভালো লাগা মন্দ লাগা জানাতে ভুলবেন না কিন্ত! ধন্যবাদ...
মূলত আমরা বিভিন্ন ইন্টারনেট কিনে থাকি এমবি/জিবি হিসেবে। কিন্তু এবার রবি আইবাডি (Robi iBuddy) অ্যাপ আপনাকে দিচ্ছে মিনিট অথবা ঘন্টা হিসেবে ইন্টারনেট প্যাক কেনার সুবিধা। বর্তমানে রবির এই আইবাডি অ্যাপটিতে পাওয়া যাচ্ছে নির্দিষ্ট মিনিট/ঘন্টার কিছু ইন্টারনেট ডাটা প্যাক। অর্থাৎ উক্ত প্যাক কিনে প্যাকটির অ্যাক্টিভেশন সময় থেকে নির্দিষ্ট মেয়াদের সময় পর্যন্ত আপনি ইচ্ছেমত আনলিমিটেড ব্রাউজিং/ডাউনলোড/আপলোড করতে পারবেন।
কিভাবে Robi iBuddy অ্যাপে মিনিট/ঘন্টা হিসেবে ইন্টারনেট প্যাকেজ কিনবেন?
- প্রথমে অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্সটল এবং অ্যাক্টিভ থাকতে হবে রবি আইবাডি অ্যাপটি। গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই Robi iBuddy অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। আর অ্যাক্টিভেশনের জন্য অ্যাপটি ইন্সটল দিয়ে ওপেন করুন এবং আপনার রবি মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে নিন!
- এবার অ্যাপটি থেকে পছন্দ/চাহিদা মতো মিনিট/ঘন্টা প্যাক সিলেক্ট করে কিনে নিন। কিংবা আপনি যেকোন অ্যাপ যেমনঃ ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ওপেন করলেও পাবেন প্যাকেজ কেনার অপশন। সেখান থেকেও চাহিদামতো প্যাক কিনতে পারেন।
- ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন Robi iBuddy অ্যাপেই।
- এছাড়া ইন্টারনেট মেয়াদ শেষ হলেই অ্যাপ আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে অবহিত করবে! বিশেষ অফার বা ডিসকাউন্ট গুলোও পাবেন অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে।
Robi iBuddy অ্যাপের কিছু ইন্টারনেট প্যাকেজ
- ১০ মিনিট ইন্টারনেট ২ টাকা (৫% এসডি, ১৫% ভ্যাট, ১% সারচার্জ সহ)
- ৩০ মিনিট ইন্টারনেট ৫ টাকা (৫% এসডি, ১৫% ভ্যাট, ১% সারচার্জ সহ)
- ১ ঘন্টা ইন্টারনেট ১২ টাকা (৫% এসডি, ১৫% ভ্যাট, ১% সারচার্জ সহ)
- ২ ঘন্টা ইন্টারনেট ২৪ টাকা (৫% এসডি, ১৫% ভ্যাট, ১% সারচার্জ সহ)
- ১০ ঘন্টা ইন্টারনেট ৬০ টাকা (৫% এসডি, ১৫% ভ্যাট, ১% সারচার্জ সহ)
Robi iBuddy অ্যাপ সংশ্লিষ্ট কিছু সাধারণ শর্তাবলি
- গ্রাহক প্যাকগুলো একাধিকবার কিনতে পারবেন এবং ব্যবহার সময় একত্রিত হতে থাকবে।
- বিশেষ অফারের জন্যে অ্যাপ্লিকেশনের উপর নজর রাখুন!!!
- বিদ্যমান মেয়াদ কালেই একাধিকবার কিনলে অ্যাপে নতুন বর্ধিত মেয়াদ দেখা যাবে।
- সংশ্লিষ্ট মেয়াদের পর গ্রাহক অ্যাপ্লিকেশন থেকে নতুন প্যাক কিনতে পারবেন।
- মূল্যের উপর ৫% সম্পূরক শুল্ক (এসডি), ১৫% ভ্যাট ও ১% সারচার্জ প্রযোজ্য।
- কেবল প্রিপেইড অ্যান্ডরইড রবি গ্রাহক এই অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
তাই, Robi iBuddy মানেই ইন্টারনেট ব্যবহার এখন আরও সহজ! উপভোগ করুন দুর্দান্ত গতির আনলিমিটেড রবি ৩জি ইন্টারনেট এক্সপেরিয়েন্স। রবি গ্রাহকরা iBuddy অ্যাপ ব্যবহারে আপনার ভালো লাগা মন্দ লাগা জানাতে ভুলবেন না কিন্ত! ধন্যবাদ...
EmoticonEmoticon