ফাইল Type / Extension কি এবং কিভাবে দেখবো

Tags

অনেক কম্পিউটার ও মোবাইল ফোন ইউজার ফোন বা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ফাইল Type / Extension সম্পর্কে ধারণা রাখেন না বা রাখার প্রয়োজন মনে করেন না। ফলে এমন হয় যে, কোন ফাইলটি কোন মিডিয়ার মাধ্যমে ওপেন করতে হয় অথবা অনেক সময় ফাইল গুলো কেন ওপেন হয় না সে সম্পর্কে ধারণা থাকেনা। অনেক ক্ষেত্রেই তখন আমরা ফোন বা কম্পিউটারের সমস্যা মনে করে থাকি অথবা এর কোন সঠিক উত্তর জানা থাকেনা। এই ফাইল Type / Extension সম্পর্কে যাদের ধারণা নেই বা একটু কম সেই সকল বন্ধুদের জন্য আজ আমরা আলোচনা করবো কিভাবে ফাইল Type / Extension দেখবো। তাহলে আর দেরি না করে চলুন তাহলে জেনে নেয়া যাক কিভাবে ফাইল Type / Extension দেখবেন।

ফাইল Type / Extension কি ?

ফাইল Extension হচ্ছে ফাইলের ফরমেট নির্দেশকারী একটি সূচক যা ফাইলের নামের শেষে যুক্ত থাকে।  আরো সহজ করে বলতে গেলে, ফাইল Extension হলো সংক্ষিপ্ত লেটার স্ট্রিং বা নাম্বার, যা ফাইল নামের পরে একটি ফুল স্টপ বা ডট দিয়ে শুরু হয় যেমন – .txt,.psd, .doc  ইত্যাদি।
কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের ফাইল Extension থাকে। যেমন—doc, xls, mkv, mp3, mpg, jpg, pdf ইত্যাদি। উদাহরণ স্বরূপ বলা যায় myreport.txt নামের ফাইলটির এক্সটেনশন হচ্ছে . txt, যার মানে হচ্ছে এটি একটি টেক্সট ডকুমেন্ট । আবার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল Extension হচ্ছে .DOCX (মাইক্রোসফট অফিস 2007 বা পরের ভার্সন গুলোর জন্য) এবং  .DOC (মাইক্রোসফট অফিস 2003 বা তার পূর্বের ভার্সন গুলোর জন্য)। তেমনি ফটোশপ ডকুমেন্টের ফাইল এক্সটেনশন হচ্ছে .PSD ।
ফাইল এক্সটেনশন সাধারণত এক থেকে বিশ অক্ষরের মধ্যে হতে পারে । আর বড় ফাইল এক্সটেনশন গুলো ফাইল সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। যেমন .TAX2010 ফাইল Type / Extension বুঝায় যে ট্যাক্স রিটার্ন ডকুমেন্টটি TurboTax 2010 দ্বারা তৈরি করা হয়েছে । কোন নির্দিষ্ট ফাইল কোন অ্যাপ্লিকেশন দ্বারা ওপেন হবে এবং কোন আইকন দ্বারা নির্দেসিত হবে তা ফাইল Type / Extension দ্বারা বুঝা যায় ।
কোন ফাইল ওপেন করার আগে জানতে হবে বিভিন্ন ধরনের ফাইলের মধ্যে পার্থক্য এবং ফাইলের ধরন। ফাইল ফরমেট সম্পর্কে ধারণা না থাকলে যথাযথ ফাইল ওপেন করা সম্ভব হবে না। যেমন, স্প্রেডশিটের একটি ফাইল কিভাবে ফাইল ফরমেটে আইডেন্টিফাই করতে হয়, সে সম্পর্কে ধারণা না থাকলে সেই ফাইল ওপেন করা সম্ভব হবে না। এজন্যই  ফাইল Type / Extension সম্পর্কে জানা প্রয়োজন।

কিভাবে ফাইল Type / Extension দেখবেন ?

সাধারণত কম্পিউটারে ফাইল গুলোর এক্সটেনশন ভিউ করেনা অর্থাৎ ফাইল গুলোর এক্সটেনশন হাইড করা থাকে। কিন্তু আপনি চাইলে সকল ফাইলের এক্সটেনশন ভিউ করতে পারবেন। ফাইল Type / Extension দেখার জন্য যেকোনো ফাইল ওপেন করুন অথবা My Computer ওপেন করুন। তারপর Organize অপশনে ক্লিক করুন, একটি অপশন মেনু আসবে। অপশন মেনুতে Folder and search option এ ক্লিক করুন, Folder Option নামের একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্সে তিনটি ট্যাব রয়েছে, তার মধ্যে View ট্যাবে ক্লিক করুন।

How to View File Extension
How to View File Extension

উপরের চিত্রে ফাইল এক্সটেনশন ভিউ করার  কমান্ড গুলো চিহ্নিত করা হয়েছে। আবার নিচের চিত্রে দেখুন…

After Click the Folder and search option
After Click the Folder and search option

উপরের চিত্রে লক্ষ্য করুন, Folder and search option এ ক্লিক করার পর Folder Option নামের ডায়ালগ বক্সটি এসেছে।
আবার এই ডায়ালগ বক্সের চিহ্নিত অংশ গুলোতে লক্ষ্য করুন, View ট্যাবের Advanced settings এর ঘরে প্রথম চিহ্নিত অংশটি Don’t show hidden files, folder. or driver অপশনটি একটিভ মোডে রয়েছে। ফাইল এক্সটেনশন দেখার জন্য Show hidden files, folder, or drives এর ঘরে ক্লিক করুন তাহলে Don’t show hidden files, folder. or driver অপশনটি ডিএকটিভ হয়ে যাবে এবং Show hidden files, folder, or drives অপশনটি একটিভ হয়ে যাবে। এবার দ্বিতীয় চিহ্নিত অংশে দেখুন, Hide extension for known file types এর ঘরে টিক চিহ্ন রয়েছে। অর্থাৎ অপশনটি একটিভ রয়েছে, আবার সেই ঘরে ক্লিক করে টিক চিহ্নটি উঠিয়ে দিন, তারপর OK ক্লিক করুন। তাহলে আপনার কম্পিউটারের সকল ফাইল এক্সটেনশন ভিউ করবে।

Procedre of View File Extension
Procedure of View File Extension

উপরের চিত্রে লক্ষ্য করুন, ফাইল Extension দেখার জন্য Folder Option ডায়ালগ বক্সটির ব্যবহার দেখানো হয়েছে।
এখন নিশ্চয় বুঝতে পারছেন ফাইল Extension কি এবং কিভাবে দেখতে হয়। আপনাদের সুবিদার্থে নিচে কিছু ফাইল Extension দেয়া হলঃ-

ExtensionFormatOperating System(s)
ACTIONAutomator ActionMac OS
APKApplicationAndroid
APPExecutableMac OS
BATBatch FileWindows
BINBinary ExecutableWindows, Mac OS, Linux
CMDCommand ScriptWindows
COMCommand FileWindows
COMMANDTerminal CommandMac OS
CPLControl Panel ExtensionWindows
CSHC Shell ScriptMac OS, Linux
EXEExecutableWindows
GADGETWindows GadgetWindows
INF1Setup Information FileWindows
INSInternet Communication SettingsWindows
INXInstallShield Compiled ScriptWindows
IPAApplicationiOS
ISUInstallShield Uninstaller ScriptWindows
JOBWindows Task Scheduler Job FileWindows
JSEJScript Encoded FileWindows
KSHUnix Korn Shell ScriptLinux
LNKFile ShortcutWindows
MSCMicrosoft Common Console DocumentWindows
MSIWindows Installer PackageWindows
MSPWindows Installer PatchWindows
MSTWindows Installer Setup Transform FileWindows
OSXExecutableMac OS
OUTExecutableLinux
PAFPortable Application Installer FileWindows
PIFProgram Information FileWindows
PRGExecutableGEM
PS1Windows PowerShell CmdletWindows
REGRegistry Data FileWindows
RGSRegistry ScriptWindows
RUNExecutableLinux
SCTWindows ScriptletWindows
SHBWindows Document ShortcutWindows
SHSShell Scrap ObjectWindows
U3PU3 Smart ApplicationWindows
VBVBScript FileWindows
VBEVBScript Encoded ScriptWindows
VBSVBScript FileWindows
VBSCRIPTVisual Basic ScriptWindows
WORKFLOWAutomator WorkflowMac OS
WSWindows ScriptWindows
WSFWindows ScriptWindows

এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনাদের ফাইল Type / Extension কি এবং কিভাবে দেখতে হয় সে সম্পর্কে ধারণা দেবার। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত ও পরামর্শ আমাদের জানান। আপনার প্রয়োজনীয় তথ্যের চাহিদা মেটাতেই কিভাবে.কম রয়েছে আপনার পাশে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ…


EmoticonEmoticon