বাংলা সাহিত্যে প্রথম

Questions & Answers (বাংলা সাহিত্যে প্রথম )

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক নাট্যকার কে ?
উ: উমাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন: বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতাকে ?
উ : মাইকেল মধুসূদন দত্ত ।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার কে ?
উ:মীর মোশাররফ হোসেন
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম গীত কবি কে ?
উ: বিহারীলাল চক্রবর্তী
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম যতি চি‎হ্ন ব্যবহারকারী কে ?
উ : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতি ব্যবহারকারী কে ?
উ :প্রমথ চৌধুরী
প্রশ্ন: প্রথম বাংলা অক্ষর খোদাইকারী কে ?
উ :পঞ্চানন কর্মকার
প্রশ্ন: সম্পূর্ন বাংলা অক্ষরের নকশা প্রস্তুতকারী কে ?
উ :চালর্স উইলকিনস
প্রশ্ন: প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক কে ?
উ: শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী
প্রশ্ন: প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকাঃ
বিবি তাহেরন নেছা
প্রশ্ন: প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা কে ?
উ: বিবি তাহেরন নেছা
প্রশ্ন: বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক কে ?
উ: লায়লা সামাদ
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে ?
উ: শাহ মুহম্মদ সগীর
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি কে ?
উ: মাহমুদা খাতুন সিদ্দিকা।
প্রশ্ন: ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কি ?
উ: কৃপার শাস্ত্রের অর্থভেদ
প্রশ্ন: ছাপার অক্ষরে প্রথম বাংলা বইয়ের রচয়িতা কে ?
উ: ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম মুদ্রিত গ্রন্থ কি ?
উ: কথোপকথন
প্রশ্ন: রচয়িতা কে ?
উ: উইলিয়াম কেরী
প্রশ্ন: প্রকাশকাল কত ?
উ:১৮০১ সাল।
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কি ,এর রচয়িতা কে ও প্রকাশকাল কত ? 
আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্র,১৮৫৭ সাল।
প্রশ্ন: বাংলা ভাষার রচিত প্রথম প্রণোয়পখ্যান কি ,এর রচয়িতা কে ও প্রকাশকাল কত ?
জোলেখা ইউসুফ ,শাহ মুহম্মদ সগীর , ১৪-১৫ শতকের মধ্যে।
প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস, রচয়িতা, প্রকাশকাল ? 
কপালকু-লা,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,১৮৬৬ সাল।
প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম ব্যকরণ, রচয়িতা, প্রকাশকাল ?
পর্তুগীজ বাংলা ব্যকরণ,ম্যানুয়েল দ্যা অ্যাসুম্পাসাও, ১৭৩৪ সাল।
প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ, রচয়িতা, প্রকাশকাল ?
বেদান্ত,রাজা রামমোহন রায়,১৮১৫ সাল।
প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক, রচয়িতা, প্রকাশকাল ?
কুলীনকুল সর্বস্ব,রাম নারায়ন তর্করন্ত,১৮৫৪ সাল।
প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক, রচয়িতা, প্রকাশকাল ?
একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ,মাইকেল মধুসূদন দত্ত,১৮৫৯ সাল।
প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম নাটক, রচয়িতা, প্রকাশকাল ?
ভদ্রাজুন,তারাপদ সিকদার,১৮৫২ সাল।
প্রশ্ন: বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক, রচয়িত, প্রকাশকাল ?
কৃষ্ণকুমারী, মাইকেল মধুসূদন দত্ত,১৮৬১ সাল।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি, রচয়িতা, প্রকাশকাল ?
কীর্তি বিলাস,যোগেন্দ্র নাথ গুপ্ত,১৮৫২ সাল।
প্রশ্ন: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য, রচয়িতা, প্রকাশকাল ? 
পদ্মিনী উপাখ্যান,রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়,১৮৫৮ সাল।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্, রচয়িতা, প্রকাশকাল ?
মেঘনাদবধ,মাইকেল মধুসূদন দত্ত, ১৮৬১ সাল।
প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক , উপন্যাস, প্রকাশকাল ? 
স্বর্ণকুমারী দেবী,মেবার রাজ,১৮৭৭ সাল।
প্রশ্ন: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী, প্রকাশক, প্রকাশকাল ?
দিকদর্শন,শ্রীরামপুর মিশনারী জন ক্লার্ক মার্শম্যান,১৮১৮ সাল।
প্রশ্ন: মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা, সম্পাদক, প্রকাশকাল ? 
সমাচার সভারাজেন্দ্র,শেখ আলীমুল্লাহ,১৮৩০ সাল।
প্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ, রচয়িতা, প্রকাশকাল ?
নীলদর্পন,দীনবন্ধু মিত্র,১৮৬০ সাল।
প্রশ্ন: ঢাকার প্রথম বাংলা ছাপাখান, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকাল ?
বাংলা প্রেস (আজিমপুর),সুন্দর মিত্র,১৮৬০ সাল।
প্রশ্ন: প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়, সম্মেলনকাল ? 
কাশিম বাজার,১৯০৬ সাল।
প্রশ্ন: বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক কে,অনুবাদকাল?
উ: ভাই গিরিশচন্দ্র সেন , ১৮৮১-১৮৮৬ সাল। 


EmoticonEmoticon