কিভাবে বাসার নষ্ট এবং দুর্বল টিউব লাইট ঠিক করতে হয় দেখে নিন

আসসালামো আলাইকুম সালাম



আশাকরি সবাই ভাল আছেন আপনাদের জন্য একটি টিউনস নিয়ে হাজির হলাম
আশাকরি আপনাদের কিছুটা হলেও কাজে লাগতে পারে কারণ আমাদের সবারই
বাসায় কমবেশী টিউবলাইট জ্বালিয়ে থাকি। একটি টিউব লাইট বেশ কিছুদিন
জ্বালানুর পর দেখা যায় টিউব লাইটি দুর্বল হয়ে বার বার নিবতেছে এবং জ্বলতেছে তখন এ অবস্তায়
আমরা টিউব লাইটটি পরিবর্তন করা ছাড়া কোন উপায় থাকে না এই নষ্ট টিউব লাইটি
কি ভাবে আমরা উজ্জল আলোতে জ্বালাতে পারব আজকের এই টিউনটিতে দেখব।
টিউব লাইট জ্বালাতে হলে যা লাগবে

1. ব্যালাষ্ট 

2. ষ্টাটার


3. টিউবলাইট

এই তিনটি হলেই আপনি একটি একটি টিউবলাইট জ্বালাতে পারবেন। টিউব হুল্ডার টিউব ষ্টেন লাগালে সুন্দর হয়।
আমরা হয়ত অনেকেই যানিনা টিউব কানেকশান কি ভাবে লাগাতে হয়
আসুন সর্ব প্রথম আমরা টিউব লাইট কানেকশ কি ভাবে লাগাতে হয় দেখি
আমাদের মধ্যে যে সব বন্ধুরা টিউব কানেকশন যানেন না তারা ছবিটি দেখে শিখে নিন।
আসুন এবার নষ্ট টিউব লাইট কি ভাব জ্বালাব দেখে নেই
প্রথম আপনাকে চেক করতে হবে টিউব লাইটটির এর পিলামেন্ট টিক আছে কি না
এভোমিটর দিয়ে চেক করব x10 ওহুমস এ রেখে পিন দুটিতে এভোমিটারে যদি মান দেখায় তখন আমরা বুঝব পিলামেন্ট ঠিক আছে
টিউব লাইটটির দু মাথাই চেক করব। যদি টিউব লাইটটির কোন এক মাথা এভোমিটার দিয়ে মান না দেখায় তা হলে বুঝব এই
মাথার পিলামেন্ট নষ্ট এ আবস্তায় আপনার টিবলাইটটি জ্বলবেনা। এ অবস্তায় আমরা যদি টিবলাইটি জ্বালাতে চাই তা হলে শুধু একটি মাথার জন্য
যে মাথাটি টিউবলাইটের  এভোমিটর দিয়ে মান না দেখায়  তামার তার দিয়ে এভাবে সর্ট লাইন করে দিব তা হলেই টিউব লাইটটি উজ্জল হয়ে জ্বলে
উঠবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন যদি টিউব লাইটটির দুটি মাথার পিলামেন্ট এই কাটা থাকে তা হলে তা হলে
অবশ্যই ব্যেলাষ্ট চেক করতে হবে।
যদি এভাবে টিউব লাইট উজ্জল হয়ে না জ্বলে শুধু বার বার নিবে আর জ্বলে তখন আপনি চারটি রেক্টীফায়ার ডায়ড
লাগাবেন তখন দেখবেন আপনার দুর্বল টিউব লাইটি ও উজ্জল হয়ে নতুন টিউব লাইটের মত জ্বলে উঠবে
এটি হল রেক্টীফায়ার ডায়ড এ রকম চারটি ডায়ড লাগবে ডায়টি সাদা অংশটি + অপরটি - পা
চারটি রেক্টীফায়ার উপরে দেয়া ছবিটির মত করে কানেকশন করবেন।  তার পর আসুন দেখি ডায়ড গুলি কোথায় কি ভাবে লাগাব দেখি
এ ভাবে মাত্র চারটি রেক্টিফায়ার ডায়ড লাগিয়ে আপনার দুর্বল এবং নষ্ট টিউব লাইট আপন মনে জ্বালাতে থাকুন।


tags: টিউব লাইট কিভাবে কাজ করে, টিউব লাইট কানেকশন, টিউব লাইটে কোন গ্যাস থাকে, টিউব লাইট সার্কিট, টিউব লাইটে কি গ্যাস থাকে, টিউব লাইট ছবি, টিউব লাইটের, টিউব লাইট কিভাবে জ্বলে, নষ্ট টিউব লাইট, led টিউব লাইট, টিউব লাইট, এলইডি টিউব লাইট, টিউব লাইট সংযোগ


EmoticonEmoticon