এডুকেশন রিপোর্ট
তুরস্ক সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে স্কলারশীপ দিয়ে তুরস্কে পড়ালেখা করার ব্যবস্থা করছে। এর মূল উদ্দেশ্য হল পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সাংস্কৃতিক আদান-প্রদান। আর দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর মান বিশ্ব র্যাংকিং এ উল্লেখযোগ্য। সম্প্রতি জ্ঞান-বিজ্ঞানে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে এশিয়া ও ইউরোপ দুই মহাদেশজুড়ে অবস্থিত এ দেশটি। এজন্য উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে তুরস্ক। স্কলারশীপসহ উচ্চশিক্ষা গ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। আবেদন করতে পারবে বাংলাদেশী শিক্ষার্থীরাও। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ মার্চ থেকে। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ, ২০১৭।
বিবরণ:
- টিউশন ফি সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ।
- সরকারী ব্যবস্থাপনায় বিনামূল্যে আবাসন ব্যবস্থা । আর খাবারের একটি বড় অংশ সরকার বহন করে বা ভর্তুকি দেয়।
- প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকেট।
- স্বাস্থ্য বীমা তথা বিনামূল্যে চিকিৎসা সেবা।
- মাসিক সম্মানী ভাতা (প্রায় ২০ হাজার টাকা)।
আবেদন করার যোগ্যতা:
- তুরস্ক ছাড়া অন্য কোন দেশের নাগরিক
- আবেদন করার সময় তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যাবেনা
- উচ্চমাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে
- বয়স ২১ বছরের নিচে হতে হবে
- সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
সময়কাল: ১ বছরের তুরস্ক ভাষার কোর্স + ৪,৫ অথবা ৬ বছরের ব্যাচেলর কোর্স (বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী)।
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- সকল পরীক্ষার সার্টিফিকেট.
- সকল পরীক্ষার মার্কসিট.
- পাসপোর্ট/ জন্মনিবন্ধনের ইংরেজীতে অনুবাদ করা কপি.
- IELTS, TOFEL, GRE ইত্যাদির সার্টিফিকেট. (যদি থাকে)
- ২ টি রেফারেন্স লেটার (সংশ্লিষ্ট শিক্ষকের সাথে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়)
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে।
অনলাইন আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
EmoticonEmoticon