কিভাবে ফেসবুকের সকল বন্ধকে এক সাথে ফেসবুক গ্রুপে যুক্ত করতে হয়

আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন ? আমি ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আপনারা অনেকে আছেন যারা ফেসবুক ছাড়া কিছু বুঝেন না । রাতে ফেসবুকের সাথে ঘুমাতে যান এবং সকালে ঘুম থেকে উঠেও ফেসবুকের নোটিফিকেশন চেক করেন । আমরা সকলেই কম-বেশি ফেসবুক গ্রুপের সাথে জয়েন আছি । আপনি এমন কোন গ্রুপে জয়েন আছেন যেখানে আপনার সকল ফেসবুক ফ্রেন্ডকে জয়েন করার দরকার হতে পারে ।
তার জন্য আপনাকে একজন একজন করে জয়েন করাতে হবে যা অনেক কষ্টকর বিষয় ।আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার সকল ফ্রেন্ডকে যেকোন ফেসবুক গ্রুপে এক সাথে জয়েন করতে পারেন।
সর্বপ্রথম আপনি এই লিংকে যান
সেখান থেকে ১-৮৭ নম্বর পর্যন্ত লাইন কপি করুন
তারপর আপনি যেই গ্রুপে জয়েন করাবেন সেই গ্রুপে জান । যেখান থেকে মাউসের রাইট ক্লিক করে inspect এ ক্লিক করুন অথবা কী- বোর্ডে (ctrl + shift + i) চাপুন

তারপর একটি উইন্ডো আসবে সেইখান থেকে console এ ক্লিক করবেন

কিভাবে ফেসবুকের সকল ফ্রেন্ডকে এক ক্লিকে ফেসবুকে গ্রুপে অ্যাড করাতে হয়তারপর আপনার কপি করা কোডটুকে পেস্ট করে দিন ।তারপর এন্টার চাপুন ।

হয়ে গেছে আপনার কাজ এইবার আপনি দেখবেন আপনার সকল ফ্রেন্ড অই গ্রুপে জয়েন হয়ে গেছেকিভাবে ফেসবুকের সকল ফ্রেন্ডকে এক ক্লিকে ফেসবুকে গ্রুপে অ্যাড করাতে হয়
এছাড়াও যদি আপনাদের বুঝতে কোথায় অসুবিধা হয় তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন
তারপরো যদি বুঝতে না পারেন তাহলে আমাকে নক করুন ।
ধন্যবাদ সবাইকে । সব সময় নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন । 


EmoticonEmoticon