প্রাক সুলতানী আমল -পাল বংশ

Questions & Answers (প্রাক সুলতানী আমল -পাল বংশ )

প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে? 
উঃ গোপাল।
প্রশ্ন: গোপালের রাজত্বকাল কত ছিল? 
উঃ ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।
প্রশ্ন: পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন? 
উঃ প্রায় চারশ বছর।
প্রশ্ন: পাল রাজারা কোন ধর্মালম্বী ছিলেন? 
উঃ বৌদ্ধ।
প্রশ্ন: বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? 
উঃ পাল বংশ।
প্রশ্ন: পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? 
উঃ ধর্মপাল।
প্রশ্ন: গোপালের পরে কে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন? 
উঃ ধর্মপাল।
প্রশ্ন: ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে কোন মন্দির স্থাপন করেন? 
উঃ ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার,     পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।
প্রশ্ন: ধর্মপালের রাজত্বকাল কত ছিল? 
উঃ ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্ত ৪০ বছর।
প্রশ্ন: নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ -এর প্রতিষ্ঠাতা কে? 
উঃ ধর্মপাল।
প্রশ্ন: লৌসেন (Lausen) কে? 
উঃ রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।
প্রশ্ন: ‘উদীয়মান প্রতিপত্তির যুগ’ বলা হয় কার শাসনামলকে? 
উঃ দেবপালের।
প্রশ্ন: কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ? 
উঃ ১১২৪ খ্রিষ্ঠাব্দে।
প্রশ্ন: পাল বংশের প্রতিষ্ঠাতা কে? 
উঃ গোপাল।
প্রশ্ন: গোপালের রাজত্বকাল কত ছিল? 
উঃ ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।
প্রশ্ন: পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন? 
উঃ প্রায় চারশ বছর।
প্রশ্ন: পাল রাজারা কোন ধর্মালম্বী ছিলেন? 
উঃ বৌদ্ধ।
প্রশ্ন: বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? 
উঃ পাল বংশ।
প্রশ্ন: পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? 
উঃ ধর্মপাল।
প্রশ্ন: গোপালের পরে কে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন? 
উঃ ধর্মপাল।
প্রশ্ন: ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে কোন মন্দির স্থাপন করেন? 
উঃ ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার,     পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।
প্রশ্ন: ধর্মপালের রাজত্বকাল কত ছিল? 
উঃ ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্ত ৪০ বছর।
প্রশ্ন: নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ -এর প্রতিষ্ঠাতা কে? 
উঃ ধর্মপাল।
প্রশ্ন: লৌসেন (Lausen) কে? 
উঃ রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।
প্রশ্ন: ‘উদীয়মান প্রতিপত্তির যুগ’ বলা হয় কার শাসনামলকে? 
উঃ দেবপালের।
প্রশ্ন: কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ? 
উঃ ১১২৪ খ্রিষ্ঠাব্দে।


EmoticonEmoticon