Questions & Answers (প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ ) |
---|
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উঃ ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত) । |
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়? উঃ ৩২০ খ্রিঃ পূর্বাব্দে। |
প্রশ্ন: গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল? উঃ দুটি |
প্রশ্ন: গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? উঃ সমুদ্রগুপ্ত। |
প্রশ্ন: বিক্রমাদিত্য কার উপাধী ছিল? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি? উঃ গুপ্তযুগের। |
প্রশ্ন: কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত? উঃ সমুদ্রগুপ্তকে। |
প্রশ্ন: সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? উঃ ফা-ইয়েন। |
প্রশ্ন: ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন ? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল? উঃ বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা। |
প্রশ্ন: ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন? উঃ তিন বছর। |
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন? উঃ স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে। |
প্রশ্ন: গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল? উঃ ৩২০-৫৫০ খ্রিঃ |
প্রশ্ন: গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন ? উঃ ১ম চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: ১ম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? উঃ রাজাধিরাজ। |
প্রশ্ন: সমূদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহন করেছিল? উঃ ৩৩৫ খ্রিঃ। |
প্রশ্ন: সমূদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন? উঃ ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্তু)। |
প্রশ্ন: সমূদ্রগুপ্তের পিতা কে ছিলেন? উঃ ১ম চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? উঃ ২য় চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল? উঃ ৩৮০-৪১৩ খ্রিঃ |
প্রশ্ন: কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন? উঃ খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে। |
প্রশ্ন: আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন? উঃ এরিস্টটল। |
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উঃ ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত) । |
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়? উঃ ৩২০ খ্রিঃ পূর্বাব্দে। |
প্রশ্ন: গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল? উঃ দুটি |
প্রশ্ন: গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে? উঃ সমুদ্রগুপ্ত। |
প্রশ্ন: বিক্রমাদিত্য কার উপাধী ছিল? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি? উঃ গুপ্তযুগের। |
প্রশ্ন: কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত? উঃ সমুদ্রগুপ্তকে। |
প্রশ্ন: সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন? উঃ ফা-ইয়েন। |
প্রশ্ন: ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন ? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল? উঃ বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা। |
প্রশ্ন: ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন? উঃ তিন বছর। |
প্রশ্ন: গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন? উঃ স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে। |
প্রশ্ন: গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল? উঃ ৩২০-৫৫০ খ্রিঃ |
প্রশ্ন: গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন ? উঃ ১ম চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: ১ম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? উঃ রাজাধিরাজ। |
প্রশ্ন: সমূদ্রগুপ্ত কখন সিংহাসনে আরোহন করেছিল? উঃ ৩৩৫ খ্রিঃ। |
প্রশ্ন: সমূদ্রগুপ্ত কত বছর রাজ্য শাসন করেন? উঃ ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্তু)। |
প্রশ্ন: সমূদ্রগুপ্তের পিতা কে ছিলেন? উঃ ১ম চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? উঃ ২য় চন্দ্রগুপ্ত। |
প্রশ্ন: ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল? উঃ ৩৮০-৪১৩ খ্রিঃ |
প্রশ্ন: কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন? উঃ খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে। |
প্রশ্ন: আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন? উঃ এরিস্টটল। |
প্রাক সুলতানী আমল -গুপ্ত বংশ
Author: WapDesh
Published March 31, 2017
Tags
Related Posts
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon