মোবাইলের ব্যাটারির চার্জ ভালো রাখার কয়টি গুরুত্বপূর্ণ টিপস

Tags




আসসালামু অালাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রায় অনেক সময় দেখি যে মোবাইলে বেশি চার্জ দেওয়ার পরই চার্জ থাকে না । প্রয়োজন এর সময় চার্জ না থাকলে বোঝা যায় যে মোবাইল এর চার্জ এর কেমন গুরুত্ব । আমরা একটু সতর্ক হলেই এ সমস্যা অনেক হ্রাস করতে পারি । তাই এই বিষয় গুলো জানা খুব জরুরি । তাই কয়টি বিষয় নিচে দেওয়া হলো । 

ব্যাটারীর চার্জ সংরক্ষণে এই বিষয় গুলো দেখে নিন ঃ

  • ১ . প্রয়োজন ছাড়া bluetooth " on " না রেখে " off " রাখার চেষ্টা করুন ।
    এতে চার্জ বাচবে।
  • ২ . পাওয়ার সেভার এর লেভেল সর্ব নিন্ম করে রাখুন।
  • ৩ . বিশেষ কারণ ছাড়া ভাইব্রেট অফ রাখুন। 
  • ৪ . কীপ্যাড টোন বন্ধ রাখুন।
  • ৫ . অকারণে অতিরিক্ত অ্যাপ্লিকেশন গুলো চালু না রেখে বন্ধ রাখুন।
  • ৬ . মোবাইলে গেম খেললে যেহেতু ব্যাটারীর আয়ু কমে যায় এবং সময় নষ্ট হয় । তাই গেম খেলা কমিয়ে ফেলুন। 
  • ৭ . অতি জোরে গান না শুনে, আস্তে শোনার অভ্যাস করুন ! এতে শরীর ও মোবাইল উভয়ের
    ভালো হবে।
  • ৮.মোবাইল চার্জে লাগিয়ে বা চার্জে থাকার সময় ব্যবহার করবেন না ।
  • ৯. মোবাই গরম হতে দেবেন না। চার্জ দেওয়ার সময় খেয়াল রাখুন মোবাইলের তাপমাত্রা ২০-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে কিনা।
  • ১০. মোবাইল অতিরিক্ত গরম হলে ব্যবহার করবেন না।
উপরোক্ত বিষয় গুলো মাথায় রেখে মোবাইল ব্যবহার করলে, আশা করি দীর্ঘ সময় মোবাইলে চার্জ থাকবে। 

ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন ।  আল্লাহ হাফেজ ।। 


EmoticonEmoticon