সম্ভাব্য মৌখিক প্রশ্নোত্তর
১। পরমাণু কী কী অংশের সমন্বয়ে গঠিত ?
উত্তরঃ পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রনের সমন্বয়ে গঠিত ।
২। নিউক্লিয়াস ভাঙ্গালে কী পাওয়া যায় ?
৩। ইলেকট্রন কী ?
উত্তরঃ নিউক্লিয়াসের বাইরে ঘূণ'য়মান ঋনাত্বক বস্তুকণা ।
৪। প্রোটন কাকে বলে ?
উত্তরঃ ধনাত্বক বস্তুকণা, যা পরমানুতে থাকে, তাকে প্রোটন বলে ।
৫। পরমাণু কী অবিভাজ্য ?
উত্তরঃ না ।
৬। ইলেকট্রনের ভর কত?
উত্তরঃ 9.1×kg
৭। প্রোটনের র্চাজ কত ?
উত্তরঃ 4.48029×E.S.U.
৮। নিউট্রনের ব্যার্সাধ কত?
উত্তরঃ 1.4×মিটার ।
৯। প্রথম কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা কত?
উত্তরঃ ২টি ।
১০।নিউট্রাল ইলেকট্রন কাকে বলে?
উত্তরঃ কোন এটমের বাহিরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকার কথা যদি ততগুলো বিদ্যমান থাকে, তখন এ লেকট্রনগুলোকে বলা
তখন ইলেকট্রনগুলোকে বলা ।
হয় নিউট্রাল ইলেকট্রন ।
১১।কোন ইলেকট্রনের আক'ষণ সবচেয়ে কম ?
উত্তরঃ ভ্যালেন্স ইলেকট্রন।
১২।ভ্যালেন্স সেলের দ্বারা কী বুঝায়?
উত্তরঃপর্দাথর্টি পরিবাহি বা অধপর্রিবাহী কিনা ।
১৩।বিদ্যুৎ কী ?
উত্তরঃ বিদ্যুৎ একটি অদৃশ্য বল।
১৪। বিদ্যুৎ ।
উত্তরঃ দzই প্রকার। যথাঃ (খ) স্থির বিদ্যুৎ (খ) চল বিদ্যুৎ ।
১৫। ডি, সি, কী ?
উত্তরঃ যে কারেন্ট সময়ের পরিবর্তিত হয়, তাই ডিসি ।
১৬। ফ্রিকুয়েন্সি কী?
উত্তরঃ প্রতি সেকেন্ড যে কয়টি পূণর্সাইকেল কারেন্ট পরিবতন করে, তাদের সংখ্যাকে ফ্রিকুয়েন্সি বল ।
১৭। l. e . s. u. কত ভোল্ট ?
উত্তরঃ l. e. s. u. =300 ভোল্ট ।
১৮। এক আন্তার্জাতিক ভোল্টে সমান কত ভোল্ট ?
উত্তরঃ এক আন্তর্জাতিক ভোল্ট =1.00033 ভোল্ট ।
১৯। IC. G .S একক কত অ্যাম্পিয়ার ?
উত্তরঃ l e. s. u =3.33×Amp
২০। কোরেন্টের ব্যবহারিক এককের নান কী?
উত্তরঃ এমম্পিয়ার ।
২১। কারেন্টর আন্তর্জাতিক একক কী ?
উত্তরঃ যে বিদ্যুৎ প্রোবাহে ভোল্টমিটারের সিলভার ক্যাথোডে
1 সেকেণ্ডে 0.00118 গ্রাম সিলভার সঞ্চয় করে, তাকে এক আন্তর্জাতিক এমম্পিয়ার বলে।
২২। সেল কী?
উত্তরঃ যে কৌশলের সাহায্যে রাসায়ানিক শক্তি হতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে প্রোবাহ বজায় রাখা হয়, তাকে সেল বলে।
২৩। কোন সেলের কাযর্কাল খুব কম ?
উত্তরঃ প্রাথমিক সেলের ।
২৪ ।সেল কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার ।
২৫ ।সেলেরে মোট রেজিস্ট্যান্স কত?
উত্তরঃ সবর্মোট রেজিস্ট্যান্স nr+ R ওহম ।
২৬ ।কোন সেলরে আভ্যন্তরীণ রোধ বেশি ?
উত্তরঃ ড্যানিয়েল সেলের ।
২৭।কোন প্রকার পদার্থে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে ?
উত্তরঃ পরিবাহী ।
২৮। সেমিকন্ডাক্টর কোন গ্রুপের বস্তু ?
উত্তরঃ এটা চতুথ গ্রুপের বস্ত ।
২৯। ক্যাপাসিটারের ডাই - ইলেকট্রিক হিসাব কী ব্যবহার করা হয়।?
উত্তরঃ অপরিবাহী।
৩০ ।দু‘ দি সেমিকন্ডাক্টরের উদাহরণ দাও।
উত্তরঃ জারমেনিয়াম উবং সিলিকন।
৩১।সার্কিট কী?
উত্তরঃ কারেন্ট চলাচলের সর্ম্পূণ পথকে সার্কিট বলে ।
৩২। আদশ সার্কিটের কয়টি উপাদান থাকে?
উত্তরঃ ৫টি।
৩৩ ।ইলেকট্রিক সার্কিট কত প্রকার?
উত্তরঃ ২ প্রকার।
৩৪। মিশ্র সার্কিট কী ?
উত্তরঃ সিরিজ প্যারালালের মিশ্রণ ।
৩৫ ।ভোল্টেজ রোধের সাথে কারেন্টর সর্ম্পক কী ?
উত্তরঃ কারন্টে= ভোল্টেজ
রোধ
৩৬। =50, =60 ওহম হলে সরিজ তার মোট ওহম কত ?
উত্তরঃ 90 ওহম।
৩৭। রেজিস্ট্যান্স কী?
উত্তরঃ কোন প্রকার বিদ্যুৎ প্রোবাহের বাধা ।
৩৮। এক ওহম সমান কত মিলি ওহম ?
উত্তরঃ 1 ওহম 1000 মিলি ওহম ।
৩৯। রেজিস্টর কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার ?
উত্তরঃ ১/৮ হতে ২ ওয়াট ।
৪১। ওয়ার উন্ড রেজিস্টর কিভাবে গঠন করা হয় ?
উত্তরঃ ইনসুলেশন জাতীয় পর্দাতের ফর্রার উপর সঙ্কর ধাতুর তার পেঁচিয়ে গঠন করা হয় ।
৪২। কোন রেজিয়্যাবল মান পর্রিবতন করা যায় ?
উত্তরঃ ভেরিয়্যাবল রেজিস্টরের ।
৪৩। সিরিজ গ্রুপিং কী ?
উত্তরঃ যে সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহের একটিমাত্র রাস্তা থাকে, তাকে সিরিজ গ্রুপিং বলে ।
৪৪। প¨vরালাল গ্রুপিংয়ে সূত্রটি লিখ ?
উত্তরঃ
৪৫ ।মিশ্র গ্রপিং এ কী কী গ্রুপ থাখে ?
উত্তরঃ সিরিজ ও প্যারালাল গ্রুপ ।
৪৬। প্যারালাল গ্রুপিংয়ে দুটো রেজিস্ট্যান্সর মান 40 এবং 40
ওহম , মোট রেজিস্ট্যান্স কত?
উত্তরঃ 20 ওহম ।
৪৭। কালার কোড কী ?
উত্তরঃ রেজিস্টরের মান প্রকাশের সংকেত ।
৪৮ । টলারেন্সকে কিভাবে প্রকাম করা হয় ।
উত্তরঃ টলারেন্সকে সোনালী রুপালী , রঙ হীনের মাধ্যমে চর্তুথ ব্যান্ডে প্রকাম করা হয়।
৪৯। কেন কালার কোড ব্যবহার করা হয় ?
উত্তরঃ রেজিস্টরের আকার ছোট , তাই মান লিখা যায় না বলে।
৫০ ইলেকট্রিক পাওয়ারের একক কী ?
উত্তরঃ ওয়াট ।
৫১। ওয়াট বোল্ট এবং AMPLIFER এর মধ্যে সর্ম্পক দেখাও ?
উত্তরঃ ওয়াট = ভোল্ট()AMPLIFER ।
৫২। কিলোওয়াট কী ?
উত্তরঃ এক কিলোওয়াট হল 1000 ওয়াট ।
৫৩। পাওয়ারের একক কার নামানুসারে হয়েছে ?
উত্তরঃ জেমস ওয়াটের
৫৪। ক্যাপাসিটারের মধ্যব'র্তী অপরিবাহী বস্তুকে কী বলা হয় ?
উত্তরঃ ডাই ইলেকট্রিক ।
৫৫। ক্যাপসিটান্সের একক কার নামানুসারে হয়েছে ?
উত্তরঃ মাইকেল ফ্যারাডের নামানুসারে ।
৫৬। ফ্যারাড, কুলম্ব ও ভোল্টের মধ্যে সম্পক দেখাও ?
উত্তরঃ 1 ফ্যারাড =1কুলম্ব
1ভোল্ট
৫৭। মাইক্রোফ্যারাড সমান কত ফ্যারাড ?
উত্তরঃ মাইক্রোফ্যারাড= 10 ফ্যারাড
৫৮। ক্যাপাসিটরকে কত ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ দুই ভাগে
৫৯। ডাই-ইলেকট্রিক কত ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ৪ ভাগে ।
৬০। ভ্যারিয়্যাবল ক্যাপাসিটর কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার।
৬১। ট্রিমার ক্যাপাসিটর কত প্রকার ?
উত্তরঃ তিন প্রকার।
৬২। সিরিজ গ্রুপিং কী ?
উত্তরঃ এক বা একাদিক ক্যাপাসিটরযুক্ত করার কাজকে বলা হয় ক্যাপাসিটরের সিরিজ গ্রুপিং ।
৬৩।পারালাল গ্রুপিংয়ের সূত্রটি লিখ ?
উত্তরঃ C=
৬৪। ইন্ডাক্টরের প্রদান গুন কী ?
উত্তরঃ হঠা() কোন প্রকার কারেন্ট প্রোবাহ পরিবত'নকে বাধা দেবার প্রয়াস ।
৬৫। ইন্ডাকট্যান্সের একক কী ?
উত্তরঃ হেনরী (H) ।
৬৬। ইন্ডাকট্যান্স কত প্রকার ও কী কী ?
উত্তরঃ দু’ প্রকার । যথাঃ ১। ফিকªড ইন্ডাক্টর ২। ভ্যারিয়্যাবল ইন্ডাক্টর ।
৬৭। অভি ও ফ্রিকুয়েন্সি চোখ হিসাবে কী ব্যবহার করা হয় ?
উত্তরঃ ইন্ডাক্টর।
৬৮। সিরিজ গ্রুপিং কী ?
উত্তরঃএকটির একপ্রান্ত অন্যটার অপরপ্রান্তর সাথে যুক্ত হওয়া।
৬৯।সিরিজ গ্রুপিংয়ের সত্রটি লিখ ?
উত্তরঃ
৭০ ।প¨|রালাল গ্রুপিংয়ের সূত্রটি লিখ ?
উত্তরঃ
৭১ । সিরিজ গ্রুপিংয়ের সুবিধাকী ?
উত্তরঃ ইন্ডাকট্যান্সের মান বৃদ্ধি এবং কারেন্ট রেটিং কমানো যায় ।
৭২।প্যারালাল গ্রুপিংয়ের সুবিধা কী?
উত্তরঃ কারেন্ট রেটিং বৃদ্ধি পায় ।
৭৩।ম্যাগনেট কী?
উত্তরঃ চুম্বক এক প্রকার শক্তি।
৭৪। আকষ'ণ ধম' কাকে বলে?
উত্তরঃ যে ধমে'র ফলে চুম্বক অপর চুম্বকীয় বস্তুকে আকষ'ণ করে তাকে চুম্বকের আকষ'ণীয় ধম'বলে ।
৭৫। এ. সি’র কয়টি দিক ?
উত্তরঃ দুইটি ।
৭৬। ভোল্টেজ কী ?
উত্তরঃপরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রোবাহিত করানোর জন্য যে ফোস' প্রয়োগ করা হয়, তাকে ভোল্টেজ বলে।
৭৭। এ সি উrপাদন করার প্রক্রিয়ার নাম কী ?
উত্তরঃ এসি জেনারেটর বা অল্টারনেটর ।
৭৮। সাইন ওয়েভ কোথা হতে শুরু হয় ?
উত্তরঃ জিরো মান থেকে ।
৭৯। ফ্রিকুয়েন্সি কী?
উত্তরঃ প্রতি সেকেন্ডে এসি ওয়েভের পূণ'সংখ্যা ।
৮০। টাইম পিরিয়ড কী?
উত্তরঃ একটি পূণ'সাইকেল অতিক্রম করার এসি ওয়েভের সময়।
৮১। পিক ব্যালু কী।
উত্তরঃ কোন সাইন ওয়েভ তে যে মানে বিচ্যুr হয় , তা পিক ভ্যালু।
৮২। এ.সি’ র সমতুল্য ডি সির মানের নাম কী?
উত্তরঃ আর. এম. এম. ভ্যালু ।
৮৩। আর. এম. ভ্যালুর অপর নাম কী?
উত্তরঃ ইফেকটিভ ভ্যালু ।
৮৪। আর. এম. এম. ভ্যালুর সূত্র লিখ ?
উত্তরঃ(আর. এম. এম. ভ্যালু =0.707× পিক মান ভ্যালু ।)
৮৫। গড় মানের সূত্রটি লিখ ?
উত্তরঃ গড় মান = 0.636×পিক মান ।
৮৬। পিক মান এবং কায'করী মানের সম্প'কটি লিখ ?
উত্তরঃ পিক মান = 1.41× কায'করী মান ।
৮৭। ট্র্যান্সফমার কোন প্রকার ডিভাইস ?
উত্তরঃ ইলেকট্রোস্ট্যাটিক।
৮৮ ।কোন ওয়াইন্ডিং উrসের সাথে যুক্ত থাকে?
উত্তরঃ প্রাইমারি ওয়াইল্ডিং ।
৮৯ ।ট্রান্সফমার কী স্থানান্তর করে?
উত্তরঃ কারেন্ট, ভোল্টজ ।
৯০। ট্রান্সফরমারে কি ফ্রিকুয়েন্সি পরিবতি'ত হয় ?
উত্তরঃ না ।
৯১। ভোল্টেজ রেশিও’ র সমীকরণটি লিখ ?
উত্তরঃ
৯২। কারেন্ট রেশিও’ র সমীরকণটি লিখ?
উত্তরঃ
৯৩। র্টা'ন রেশিও কী ?
উত্তরঃ অথ্যাr প্রাইমারী টান বা ভোল্টেজ এবং সেকেন্ডারী টান বা ভোল্টেজের অনুপাত ।
৯৪। ইন্ডাকট্যান্স কিসের উপর নিভ'রশীল ?
উত্তরঃ এসি’ র ফ্রিকুয়েন্সির ।
৯৫। রিয়্যাকট্যান্স কত প্রকার ?
উত্তরঃ দু প্রকার ।
৯৬। ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স কী দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তরঃ
৯৭। -এর সূত্র লিখ ।
উত্তরঃ
৯৮। ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স কী?
উত্তরঃ ক্যাপাসিটারে এসি প্রোবাহের বাধা।
৯৯। =স্রত্রটি লিখ ।
উত্তরঃ
১০০। ইম্পিড্যান্স কী দ্বরা প্রকাশ করা হয়?
উত্তরঃ (Z)।
১০১। RLC সার্কিট ইম্পিড্যান্সর সূত্রটি লিখ ?
উত্তরঃ
১০২। ইমিশন কী ?
উত্তরঃ কোন পদার্থের তল হতে মুত্ত ইলেকট্রন র্নিগত হওয়ার প্রত্রুয়া হল ইমিশন ।
১০৩। ইলেকট্রন ইমিশন কত প্রকার ?
উত্তরঃ চার প্রকার ।
১০৪। তাপীয় আয়নিক তড়িr কী ?
উত্তরঃ তাপীয় আয়ন নিঃসরণের ফলে সৃষ্ট তড়িr প্রোবাহকে তাপীয় আয়নিক তড়িr বলে।
১০৫। কোন কোন পর্দাথ ফটো -ইলেকট্রিক ইমিশন ঘটায় ?
উত্তরঃ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি ।
১০৬। হাই ফিল্ড ইমিশন ঘটানোর জন্য কী দেয়া হয়?
উত্তরঃ জোরালো ইলেকট্রিক ফিল্ড ।
১০৭। ভ্যাকুয়াম ডায়োড কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ড. ফ্লেমিং ।
১০৮। ফিলামেন্ট কী পদার্থের তৈরি ?
উত্তরঃ টাংস্টেন ।
১০৯। ভ্যাকুয়াম টিউব কত প্রকার ?
উত্তরঃ ব্যবহার অনুসারে চার প্রকার ।
১১০। ট্রায়োড কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ড. ডিলি ফরেস্ট ।
১১১। কাট অব মান কাকে বলে ?
উত্তরঃ ট্রায়োডে যে গ্রীড বায়াসে প্লেট কারেন্ট জিরো হয়, তাকে কাট অফ মান বলে ।
১১২। ভ্যাকুয়াম ভালভের নিয়ন্ত্রণকারী কী ?
উত্তরঃ গ্রীড বায়াস ।
১১৩। সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কত ?
উত্তরঃ ওহম মিটার হতে ওহম মিটার পযন্ত
১১৪। সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত ?
উত্তরঃ চার ।
১১৫ জার্মোনিয়ামের ATOMIC সংখ্যা কত ?
উত্তরঃ 32,
১১৬। সেমি কন্ডাক্টর কত প্রকার ?
উত্তরঃ দু’ প্রকার ।
১১৭। ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর কী ?
উত্তরঃ ভেজালমুক্ত ও খাঁটি সেমিকন্ডাক্টর ।
১১৮। ডোপিং পরমাণুর সংখ্যা কত ?
উত্তরঃ পরমাণুর সাথে মাত্র একটি ভেজাল দ্রব্যের পরমাণু ।
১১৯। ভেজালের প্রকারভেদ অনুসারে সেমিকন্ডাক্টর কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার ।
১২০। ফ্রি ইলেকট্রন কী ?
উত্তরঃ ভ্যালেন্স কক্ষপথ হতে বাইরে ছিটাকে আসা ইলেকট্রনই মুক্ত ইলেকট্রন।
১২১। হোর কি ?
উত্তরঃ ভ্যালেন্স অরবিটটিতে ইলেকট্রন চলে যাওয়ার ফলে একটি শূন্যতার সৃষ্টি হয় ।
ইলেকট্রনের এ শূণ্যতাকে হোল বলে ।
১২২। পি-টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার কী ?
উত্তরঃ হোল
১২৩। পি-টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে গঠন করা হয় ?
উত্তরঃ জার্মেনিয়াম বা সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম বা মিশ্রণ করে গঠন করা হয় ।
১২৪। এন-টাইপের সেমিকন্ডাক্টরে কোন পদাথ মিশান হয় ?
উত্তরঃ পিরিয়ডিক টেবিলের পঞ্চম গ্রুপের পদাথ ।
১২৫। পি-এন জাংশন কী ?
উত্তরঃ পি এবং এন-টাইপ পদাথের সংযোজন তল ।
১২৬। ডিপ্লেশন লেয়ারের দৈর্ঘ্য কত ?
উত্তরঃ সেমি হতে সে.মি পযন্ত ।
১২৭। জার্মেনিয়ামের ব্যারিয়ার ভোল্টেজ কত ?
উত্তরঃ 0.3 ভোল্ট ।
১২৮। সিলিকনের ব্যাবিয়ার ভোল্টেজ কত ?
উত্তরঃ 0.7 ভোল্ট ।
১২৯। বায়াস প্রক্রিয়া কয় প্রকার ?
উত্তরঃ দুই প্রকার ।
১৩০। P-N জাংশনের ANODE-ক্যাথোড কোনটি ?
উত্তরঃ P- টাইপ সেমিকন্ডাক্টর ANODE এ এবং N -টাইপ সেমিকন্ডাক্টর ক্যাথোডের কাজ করে ।
১৩১। কোন বায়াসে কো ভ্যালেন্ট বন্ড ভেঙ্গে যায় ?
উত্তরঃ ফরওয়াড বায়াসে ।
১৩২। এভ্যালেন্স ব্রেকডাউন কাকে বলে ?
উত্তরঃ সহযোজনী বন্ধনের ভাংগনকে এভ্যালেন্স ব্রেকডাউন বলে ।
১৩৩। রিভাস বায়াসের প্রভাবে জাংশনে কি ঘটে ?
উত্তরঃ সংখ্যাগরিষ্ঠ ক্যারিয়ারগুলো ডিপ্লেশন রিজিয়ন থেকে দুরে চলে আসে ।
১৩৪। এসিকে ডিসিতে রুপান্তরের ডিভাইসের নাম কী ?
উত্তরঃ রেকটিফায়ার ।
১৩৫। হাফ-ওয়েভ রেকটিফায়ারে কয়টি ডায়োড ব্যবহার করা হয় ?
উত্তরঃ ১ টি ।
১৩৬। ফুল-ওয়েভ রেকটিফায়ারে কয়টি ডায়োড ব্যবহার করা হয় ?
উত্তরঃ ২ টি ।
১৩৭। কেন রেকটিফায়ার ব্যবহার করা হয় ?
উত্তরঃ ইলেকট্রনিক্স সার্কিটে ডিসি সরবরাহের জন্য ।
১৩৮। ফিল্টার সাকিংট কী ?
উত্তরঃ যে সার্কিট দ্বারা ফ্লাকচুয়েটিং রিপলসমূহ দূরীভূত করে খাটি ডিসি উপাদন কার হয় তাই ফিল্টার সার্কিট ।
১৩৯। গঠন অনুসারে ফিল্টার সার্কিট কত প্রকার ?
উত্তরঃ চার প্রকার ।
১৪০। ক্যাপাসিটরের কাজ কী ?
উত্তরঃ ইনপুট পালসে উপস্থিতির সময় শক্তি গ্রহন করে এবং দুটি পালসের মধ্যবর্তী সময়ে তা লোডের নিকট প্রদান করে ডিসচাজ হয় ।
১৪১। এল সি ফিল্টার কত প্রকার ও কী কী ?
উত্তরঃ দুই প্রকার
১৪২। রিপল কী ?
উত্তরঃ পালসেটিং কম্পোনেন্ট ।
১৪৩। দক্ষতার সমীকরণটি লিখ ।
উত্তরঃ দক্ষতা,
১৪৪। বাইপোলার ট্রানজিষ্টর কী ?
উত্তর দুই জাংশন ও তিন টার্মিনালবিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস ।
১৪৫। এন পি এন এর কারেন্ট ক্যারিয়ার কী ?
উত্তরঃ ইলেকট্রন
১৪৬। পি এন পি এর কারেন্ট ক্যারিয়ার কী ?
উত্তরঃ রিভাস বায়াস ।
১৪৭। ট্রানজিষ্টর বায়াসিং কী ?
উত্তরঃ ট্রানজিষ্টরকে কাজ করানোর জন্য ডিসি ভোল্টেজ সরবরাহ করা ।
১৪৮। বায়াসিং ট্রানজিষ্টরের কী পরিবর্তন করে ?
উত্তরঃ রেজিষ্ট্যান্স ।
১৪৯। একটি ট্রানজিস্টর কয়টি লিড থাকে?
উত্তরঃ তিনটি ।
১৫০। কমন বেস AMPLIFER এর কোন জাংশন ফরওয়াড'বায়াস ?
উত্তরঃ ইমিটার বেস সার্কিট ।
১৫১। কমন বেসে কালেক্টর কারেন্ট , ইমিটার কারেন্টের কত ভাগে ?
উত্তরঃ শতকরা ৯৫ ভাগ ।
১৫২। কমন ইমিটার AMPLIFER এর কোন জাংশন রির্ভাস বায়াস ?
উত্তরঃ ইমিটার কালেক্টর জাংমন ।
১৫৩। ইমিটার সার্কিটে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের ফেজ পাথ'ক্য কত?
উত্তরঃ
১৫৪। কোন কনফিগারেশনে ইনপুট এবং আউটপুট সমফেজে থাকে ?
উত্তরঃ কমন বেস , কমন কালেক্টর।
১৫৫। কোন সার্কিটের ইস্পিড্যান্স ম্যাচিং করানো খুব সহজ?
উত্তরঃ কমন ইমিটার ।
১৫৬। ফেইথফুল AMPLIFICATION কী ?
উত্তরঃ বিকৃত ছাড়া শক্তি বৃদ্ধি ও বিবধ'ন ।
১৫৭। ফেইথফুল বিব'ধনে জাংশনের শত' কী ?
উত্তরঃ বেস ইমিটার জঅংশন ফরওয়াড' বায়াস এবং ইমিটপার জঅংশন রিভাস' বায়াস ।
১৫৮। বারক্তি সার্কিট কত প্রকার ?
উত্তরঃ তিন প্রকার ।
১৫৯। ফিকªড বায়াসের সুবিধা কী?
উত্তরঃ এতে একপি রেজিস্টার ব্যবহার করা হয় ।
১৬০। ফিডব্যাক সবায়াস সার্কিটের অসুবিধা কী ?
উত্তরঃ এ সার্কিট নেগেটিভ ফিড ব্যাক তৈরি করে।
১৬১। স্টেবিলাইজড বায়াসে কী ব্যবহার করা হয়।
উত্তরঃ ভোল্টেজ ডিভাইডার ।
১৬২। কোন বায়াসিং সার্কিটে পাওয়ার করচ বেশি?
উত্তর স্টেবিলাইজড বায়াস সার্কিট ।
১৬৩। AMPLIFIRE সার্কিটে বায়াসিং ভোল্টেজ কী ?
উত্তরঃ ডিসি।
১৬৪। অ্যামপ্লিফায়ার সার্কিপ দ্বারা কী বধি'ত করা হয় ?
উত্তরঃ অ্যামপ্লিচিউড ।
১৬৫। অ্যামপ্লিফায়ারের মূল শত' কী ?
উত্তরঃ বিবধ'ক ডিস্টরশনমুত্ত থাকতে হবে ।
১৬৬। কাযক্ষমতা অনুযায়ী AMPLIFIRE কত প্রকার ?
উত্তর তিন প্রকার ।
১৬৭। কমন বেস সার্কিট AMPLIFICATION ফ্যাক্টরের সূত্রটি লিখ?
উত্তরঃ
১৬৮। কমন বের সার্কিটের ইনপুট বৈশিষ্ট্য নিণ'য়ের প্যারামিটার কী?
উত্তরঃ স্তির মানের ভোল্টেজ - এবং - এর মধ্যকার কা'ড।
১৬৯। কমন বেস সার্কিটের আউটপুট ক্যারেকটারিসটিকস হতে কী পাওয়া যায় ?
উত্তরঃ আউটপুট রেজিস্ট্যান্সের মান বেমি ।
১৭০।কমন বেস সার্কিটে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মধ্যে ফেজ পাথ'ক্য কত?
উত্তরঃ
১৭১। কমন ইমিটার সার্কিটে AMPLIFICATION ফ্যাক্টরের সূত্র লিখ?
উত্তরঃ
১৭২। কমন কালেকটার AMPLIFIRE এর AMPLIFICATION ফ্যাক্টরের সূত্র লিখ?
উত্তরঃ
১৭৩। এবং এর মধ্যে সম্পক সনাক্ত কর ।
উত্তরঃ
১৭৪। AMPLIFIRE কাপলিং কী ?
উত্তরঃ কয়েককটি স্টেজ সংযোগ করার প্রক্রিয়া ।
১৭৫। কাপলিং অনুসারে AMPLIFIRE কত প্রকার ?
উত্তরঃ ৫ প্রকার ।
১৭৬। ডাইরেক্ট কাপলিংয়ে প্রদান অসুবিধা কী ?
উত্তরঃ এ প্রকার কাপলিংয়ের বড় অসুবিধা হলো এর কোন একটি স্টেজের বায়াসের পরিবত'ন ঘটলে পরব'তী স্টেজের বায়াসও পরিবত'ন হয়ে যায়।
১৭৭। আর সি কাপলড AMPLIFIRE এর কোন প্রকার কাপলিড ডিভাইস ব্যবহার করা হয়?
উত্তরঃ R এবং C.
১৭৮। কাপলিংয়ের সীমাবদ্দতা কী ?
উত্তরঃ এর কাপলিং ক্যাপাসিটরটি ডিসি এবং নিম্ন ফ্রিকুয়েন্সিতে সিগন্যাকে আটকে দেয়।
১৭৯।ট্রান্সফমার কাপলড AMPLIFIRE এর ফ্রিকুয়েন্সি রেসপন্স কেমন?
উত্তরঃ মধ্যম মানের ।
১৮০। ম্যাচিং সুবিধা কোন AMPLIFIRE এর পাওয়া যায়।
উত্তরঃ ট্রান্সফরমার কাপল AMPLIFIRE এর পাওয়া যায়।
১৮১।ট্রান্সজিস্টর বায়াসিং কী?
উত্তরঃ মূল্য সিগনাল কালেক্টর কারেন্ট এবং ইমিটার ভোল্টেজ প্রোবাহ করানো ।
১৮২। অপারেশন অনুসারে AMPLIFIRE কত প্রকার?
উত্তরঃ চার প্রকার ।
১৮৩। ক্লাস -এ AMPLIFIRE এর ইনপুপের কত ডিগ্রির জন্য আউটপুট পাওয়া যায় ।
উত্তরঃ
১৮৪। ক্লাস বি AMPLIFIRE এর বায়াস কত?
উত্তরঃ বায়াস শূন্য ।
১৮৫। ক্লাস ‘সি’ AMPLIFIRE এর ইনপুট সিগন্যালের কত ডিগ্রি নেয়া হয় ?
উত্তরঃ ডিগ্রির কম
১৮৬।ক্লাস ‘বি’ পশু -পুল AMPLIFIRE কে কী বলা হয়?
উত্তরঃ দুই প্রান্ত বিশিষ্ট ক্লাস ‘বি’ AMPLIFIRE।
১৮৭।ফিডব্যাক কী ?
উত্তরঃ কোন সার্কিটের আউটপুট সিগনালের এক অংশ ইনপুট প্রয়োগ করা।
১৮৮।ফিড ব্যাক কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার।
১৮৯। পজেটিভ ফিডব্যাকে ইনপুট এবং আউটপুট ভোল্টেজর ভেজ কত?
উত্তরঃ সমফেজ ।
১৯০।নেগেটিভ ফিডব্যাকে উনপুট এবং আউটপুট ভোল্টেজ কি ফেজ পাথক্যে থাকে ?
উত্তরঃ হাঁ , আউট অফ ফেজ ।
১৯১।অসিলেটরে কোন প্রকার ফিডব্যাক ব্যবহার করা হয়?
উত্তরঃ পজেটিভ ফিডব্যাক।
১৯২। AMPLIFIRE এর কোন প্রকার ফিডব্যাক ব্যবহার করা হয়?
উত্তরঃ নেগেটিভ ফিডব্যাগ।
১৯৩। অসিলেটরে কয়টি সেকশন থাকে ?
উত্তরঃ দু ‘টি।
১৯৪।ফ্রিকুয়েন্সি অনুসারে অসিলেটর কত প্রকার?
উত্তরঃ চার প্রকার ।
১৯৫। L-C ট্যাঙ্ক সার্কিট কিভাবে অসিলেশনের সৃষ্টি হয়?
উত্তরঃ L-এর ভেতর দিয়ে ক্যাপাসিটরটি একবার চাজ( এবং একবার ডিসচাজ( হয়
ফলে বিপরীতমুখী কারেন্টের সৃষ্টি হয়, এটিই অসিলেশন।
১৯৬। আম'স্ট্রং অসিলেটরে কোন প্রকার পজেটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় ?
উত্তরঃ ইন্ডাকটিভ টাইপ।
১৯৭।কলপিটর অসিলেটরের ট্যাঙ্ক সাকিটের ক্যাপাসিটরটি কয়টি ভাগ করা হয় ?
উত্তরঃ দুটি।
১৯৮। কোন ক্রিস্টালের Q অত্যন্ত বেশি ?
উত্তরঃ কোয়াট'জ ক্রিস্টালের ।
১৯৯। হাট'লী অসিলেটরে কিভাবে ফিডিব্যাক করা হয়?
উত্তরঃ ইন্ডাক্টরের মধ্যে টেপিং করে ফিডব্যাকের ব্যবস্থা করা হয়।
২০০। কোন প্রকার ফেড হাটলি অসিলেটর ট্যাঙ্ক সার্কিটে কোন প্রকার ডি. সি সরবরাহ
দেয়া হয় না?
উত্তরঃ শান্ট ফেড হাট'লী অসিলেটর।
২০১। কোন অসিলেটরকে তিন পয়েন্ট অসিলেটর বলে ?
উত্তরঃ হাটলী অসিলেটর ।
২০২। এভ্যালেন্সি ইফেক্ট কী ?
উত্তরঃ জেনার ডায়োডের রিভাস ভোল্টেজ একটা নিদ্দিষ্ট মানে পৌছালে এর অভ্যান্তরীণ গঠন সম্পূণ ভাবে ভেঙ্গে যায় । এ ব্যাপারটিকে এভ্যালেন্সি ইফেক্ট বলে ।
২০৩। কোন প্রকার জেনার ডায়োড এসি ভোল্টেজ স্টাবিলাইজারে ব্যবহার করা হয় ?
উত্তরঃ সিমেট্রিক্যাল জেনার ডায়োড ।
২০৪। জেনার ডায়োড কোন ডিরেকশণে ব্যবহার করা হয় ?
উত্তরঃ রিভাস ডিরেকশন ।
২০৫। টানেল ডায়োডের অপারেটিং ফ্রিকুয়েন্সি সীমা কত ?
উত্তরঃ 1 থেকে 10 মেগাসাইকেল ।
২০৬। টানেল ডায়োডের নামকরণের কারণ কী ?
উত্তরঃ কোয়ন্টাম মেকানিক্সের টানেলিং পদ্ধতিতে কাজ করে বলে ।
২০৭। টানেল ডায়োডের বাধার স্তর কত ?
উত্তরঃ 10 মিলিমিটার
২০৮। টানেল ডায়োড বেশি পরিমাণ ব্যবহার হয় কোথায় ?
উত্তরঃ মাইক্রোমডিউলে এবং ইন্ট্রিগ্রেডেড সার্কিটে ।
২০৯। লাইট ইমিটিং ডায়োড এর অন্য নাম কী ?
উত্তরঃ সলিট টেস্ট বাতি (SSL) ।
২১০। এল ই ডি-এর পূণ নাম অথ কী ?
উত্তরঃ লাইট ইমিটিং ডায়োড ।
২১১। এল ই ডি-তে কোন পদাথ ব্যবহার করে ইনফ্ররেড আলো উপাদন করা হয় ?
উত্তরঃ গ্যালিয়াম আরসেনাইড ।
২১২। এল ই ডি কোথায় ব্যবহার করা হয় ?
উত্তরঃ ডিজিটাল ডিসপ্লে ডিভাইসে ।
২১৩। ফটো ডায়োড কোন নীতিতে কাজ করে ?
উত্তরঃ আলোকশক্তি প্রয়োগ করে ক্যারিয়ার কারেন্ট উপাদন ।
২১৪। ফটো ডায়োডের মূল নীতি কী ?
উত্তরঃ ফটো কন্ডাকটিভিটি ।
২১৫। আলোক শক্তির কোন কণা ফটো ডায়োড গ্রহন করে ?
উত্তরঃ ফোটন কণা ।
২১৬। ডাক কারেন্ট কী ?
উত্তরঃ আলো ব্যতিত ডায়োড যে কারেন্ট প্রবাহিত হয় ।
২১৭। ফটো ডায়োডের সুইচিং গতি কত ?
উত্তরঃ কয়েক ন্যানো সেকেন্ড ।
২১৮। ডিসি ভোল্টেজ স্ট্যাবিলাইজেশন কী ?
উত্তরঃ ট্রানজিষ্টরের ইলেকট্রড সমূহ বায়াসকে সাম্যাব্যবস্থায় রাখা ।
২১৯। কোন কোন ডিভাইস ব্যবহার করে তাপমাত্রার পরিবতন থেকে স্ট্যাবিলাইজেশন করা যায় ?
উত্তরঃ থর্মিষ্টর এবং জাংশন ডায়োড ।
২২০। পাওয়ার সার্কিটে হিট সিল্ক কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ তাপ নিয়ন্ত্রনের মাধ্যমে ডিসি স্ট্যালাইজেশন করার জন্য ।
২২১। মাইক্রোফোন কী ?
উত্তরঃ শব্দ শক্তিকে বৈদুতিক শক্তিতে রুপান্তর করা ।
২২২। মাইক্রোফোন কত প্রকার ?
উত্তরঃ ৫ প্রকার ।
২২৩। কাবণ মাইক্রোফোনে সাস্পেনশন হিসাবে ব্যবহার করা হয় ?
উত্তরঃ কাবণের গুড়া ।
২২৪।কাব'ণ মাইক্রোফোন ইম্পিডেন্স কত ?
উত্তরঃ 250 ওহম ।
২২৫। মুভিং কয়েল মাইক্রোফোনের ইম্পিডেন্স কত ?
উত্তরঃ 45 ওহম ।
২২৬। ভেলোসিটি মাইক্রোফোনের আউটপুট ইম্পিডেন্স কত ?
উত্তরঃ 250 ওহম ।
২২৭। ট্রানজিষ্টর মাইক্রোফোন কত ভোল্ট কাজ করে ?
উত্তরঃ 6 থেকে 12 ভোল্ট ডিসিতে ।
২২৮। কোন মাইক্রোফোনের আকার সবচেয়ে ছোট ?
উত্তরঃ কনডেন্সার মাইক্রোফোনের ।
২২৯। স্পিকার কী ?
উত্তরঃ বিদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা ।
২৩০। স্পিকার কোনন নীতিতে কাজ করে ?
উত্তরঃ ইলেকট্রিক্যাল ফ্লাক্স উপাদন করা ।
২৩১। স্পিকারে কোন প্রকার চম্বুক ব্যবহার করা হয় ?
উত্তরঃ স্থায়ী চম্বুক ।
২৩২। পিক আপ কী ?
উত্তরঃ যান্ত্রিক শক্তিকে বৈদুতিকশক্তিতে রুপান্তরের ডিভাইস ।
২৩৩। পিক আপেল মূল অংশ কোনটি ?
উত্তরঃ বাইমরফ ক্রিষ্টাল ।
২৩৪। ক্রিষ্টাল কোন নীতিতে কাজ করে ?
উত্তরঃ পিজো ইলেকট্রিক ইফেক্ট ।
২৩৫। রেডিও রিসিভার কী ?
উত্তরঃ ট্রান্সমিটার হতে প্রেরিত শব্দ গ্রহন করার যন্ত্র ।
২৩৬। রেডিও রিসিভার কোন প্রকার ওয়েভ গ্রহন করে ?
উত্তরঃ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ।
২৩৭। রেডিও রিসিভার কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার ।
২৩৮। গ্রাহক ANTINA এর কাজ কী ?
উত্তরঃ মডুলেটেড ক্যারিয়ার পফ্রিকুয়েন্সি গ্রহন করা ।
২৩৯। আই এফ ফ্রিকুয়েন্সি কত ?
উত্তরঃ 455 কিলোসাইকেল ।
২৪০। ডিটেকটরের কাজ কী ?
উত্তরঃ অডিও ফ্রিকুয়েন্সি পুনঃউপদান করা ।
২৪১। এ জি সি”র কাজ কী ?
উত্তরঃ গেইন সঠিক রাখা ।
২৪২। রেডিও কমিউকেশনের কী কী অংশ থাকে ?
উত্তরঃ একটি প্রেরক এবং গ্রাহক যন্ত্র ।
২৪৬। ফ্রিকুয়েন্সি মডুলেশনে কী পরিবতন হয় ?
উত্তরঃ ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি ।
২৪৭। মডুলেশন ছাড়া 20 কিলোহাটজের জন্য ANTINA এর দৈঘ কত হবে ?
উত্তরঃ 15,000 মিটার ।
২৪৮। ইলেকট্রম্যাগনেটিক ওয়েভের তত্ব কে আবিস্কার করেন ?
উত্তরঃ জেমস ক্লাক ম্যাক্সওয়েল ।
২৪৯। ভূ-তরঙ্গ কী ?
উত্তরঃ যে বেতার তরঙ্গ ভূপৃষ্টের কক্ষপথ অনুসরন করে, তা ভূ-তরঙ্গ ।
২৫০। প্রেরক যন্ত্র হতে গ্রাহক যন্ত্র সিগন্যাল পৌছানো কিসের ইপর নিভর করে ?
উত্তরঃ প্রেরক যন্ত্রে ব্যবহৃত রেডিও ফ্রিকুয়েন্সি মানের এবং প্রেরক যন্তে ব্যবহৃত ANTINA এর ধরনের উপির ।
২৫১। আর এফ AMPLIFIER কী ?
উত্তরঃ রেডিও ফ্রিকুয়েন্সি বিবধন করার AMPLIFIER ।
২৫২। আর এফ AMPLIFIER কোন প্রকার হয় ?
উত্তরঃ সাধারণত এলসি টিউনড AMPLIFIER ।
২৫৩। আর .এফ AMPLIFIER এর কালেক্টর সার্কিট কী ব্যবহার করা হয় ?
উত্তরঃ ইম্পিড্যান্স ম্যাচিং ট্রান্সফরমার ।
২৫৪। আর . এফ AMPLIFIER এর লোডে কী দ্বারা গঠিত ?
উত্তরঃ এল . সি রেজান্যান্স সার্কিট ।
২৫৫। লোকাল অসিলেরটরের ফ্রিকুয়েন্সি কত ?
উত্তরঃ মিকচার স্টেজে আগত ফ্রিকুয়েন্সি থেকে 455 কির্লোহাট বেশি ফিকয়েন্সি ।
২৫৬। লোকাল অসিলেটরের ফ্রিকুয়েন্সির কাজ কী ?
উত্তরঃ আই. এফ ফ্রিকুয়েন্সি উ() পাদন করা।
২৫৭। লোকাল অসিলেটরের আউটপুট কোথায় ব্যবহার করা হয়।
উত্তরঃ মিকচার স্টেজে হেটারোডাইন ACTION এর জন্য ব্যবহার করা হয়।
২৫৮। বিট ফ্রিকুয়েন্সি কী ?
আর. এফ সিগন্যাল লেণাকাল অসিলেটরের ফ্রিকুয়েন্সি কনভাটা'র স্টেজে এসে যে চারাট ফ্রিকুয়েন্সি উ()পাদন করে, তাকে বলে বিটপ্রিকুরেয়ন্সি।
২৫৯। লোকাল অসিলেটর ফ্রিকুয়েন্সিকে কী বলা হয় ?
উত্তরঃ সেলফ- এজনারেটেড ফ্রিকুয়েন্সি ।
২৬০। কনভাটারের কাজ কী ?
উত্তরঃ যে কোন ফ্রিকুয়েন্সি থেকে আই .এফ উ()পাদন করা।
২৬১। অটোডাইন কনভাটার কাকে বলে ?
উত্তরঃ একটিমাকত্র ট্রান্সজিস্টর দ্বারা কনভাটা'রের কাজ করা হলে তাকে অটোডাইন কনভাটা'র বলে।
২৬২।অটোডাইন কনভাটা'রের কোথায় চারটি প্রিকুয়েন্সি পাপওয়া যযয় ?
উত্তরঃ ট্রানজিস্টরের কালেক্টরে ।
২৬৩। আই এফ AMPLIFIER এর ইন পুট কী ?
উত্তরঃ এ AMPLIFIER এর ইনপুট 455 কিলোসাইকেল মডুলেটেড রেডিও ফ্রিকুয়েন্সি।
২৬৪। আই . এফ. টি’র প্রাইমারি কিভাবে গঠিত?
উত্তরঃ প্রাইমারি সেন্টার টেপ করার মাধ্যমে গঠন করা হয় ।
২৬৫। অডিও ডিটেক্টর কী ?
উত্তরঃ যে স্টেজ মডুলেটেড সিগন্যাল হতে অডিও সিগন্যাল পাওয়া যায় তাহাকে অডিও ডিটেক্টর ।
২৬৬। অডিও ডিটেক্টরের কাজ কী?
উত্তরঃ মডুলেটেড সিগন্যাল হতে আর- এফ -কে বাদ দেয়া ।
২৬৭। অডিও ডিটেক্টরেরর ডায়োড কতভাবে ব্যবহার করা হয় ?
উত্তরঃ দুইভাবে ।
২৬৮। ভোল্টেজ ডিটেক্টরের কাজ কী ?
উত্তরঃ আর. এফ ক্যারিয়ার সিগন্যাল ইনপুট আউটপুট ভোল্টেজ প্রদান করা ।
২৬৯। ডিসক্রিমিনেটর কী ?
উত্তরঃ এটা এক বিশেষ ধরণের এফ . এম ডিটেকটর ।
২৭০। লিমিটার কী ?
উত্তরঃ সিগন্যালের বিস্তার লিমিট করার সার্কিট ।
২৭১। ডিসক্রিমিনেটরের সুবিধা কী ?
উত্তরঃ একই ইনভেলাপে দুটো আউটপুট পাওয়া যায় ।
২৭২। লিসমটারের কাজ কী ?
উত্তরঃ সিগন্যালের বিস্তার সীমিত করে ।
২৭৩। রেডিও রিসিভারে কয় স্টেজের অডিও AMPLIFIER ব্যবহার করা হয় ?
উত্তরঃ দুই স্টেজের ।
২৭৪। সিঙ্গেল ইনডেড আউটপুট স্টেজে ব্যবহার করা হয় ?
উত্তরঃ ট্রান্সফরমার ।
২৭৫। ফেজ স্প্লিটারের কাজ কী ?
উত্তরঃ ইনপুট ওয়েভকে ভেঙ্গে দু’ অংশে ভাগ করা ।
২৭৬। ফেজ সিপ্লটারের অপর নাম কী ?
উত্তরঃ ফেজ ইনভা'টার ।
২৭৭। সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের আউটপুট কেমন?
উত্তরঃ একাট হতে অন্যটি 180() আউট অফ ফেজ ।
২৭৮।অডিও পাওয়ার AMPLIFIER কী ?
উত্তরঃ পাওয়ার কনভারটার ।
২৭৯। অডিও পাওয়ার AMPLIFIER কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার ।
২৮০। পুশ - পুল পাওয়ার AMPLIFIER এর কয়টি ট্রান্সজিস্টর ব্যবহার করা হয় ।
উত্তরঃ দুটি ।
২৮১। অযাসিমেপ্রিক কমপ্লিমেন্টারি পুশ-পুল AMPLIFIER এর কি কোন ট্রান্সফরমার ব্যবহার করা হয়?
উত্তরঃ না ।
২৮২। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের পোলারিটি কয়টি ?
উত্তরঃ একটি।
২৮৩।ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কত প্রকার ?
উত্তরঃ দুই প্রকার ।
২৮৪। এফ. ই. টি- এর কাযাবলি কেমন ?
উত্তরঃ ভ্রাকুয়াম পেন্টোড টিউবের মত।
২৮৫।এফ. ই. টি-এর কাযা'বডল কেমন?
উত্তরঃ ট্রানজিস্টরের তুলনায় বেশি ।
২৮৬।আই. সি. অথ' কী ?
উত্তরঃ ইনটিগ্রেটেড সার্কিট ।
২৮৭। নির্মান অনুসারে আই. সি . কত প্রকার ?
উত্তরঃ তিন প্রকার ।
২৮৮। S. S. I - এর ইন্টিগ্রেশন কত?
উত্তরঃ 12 টির কম গেট ।
২৮৯।L. S. I- ইন্টিগ্রেশন কত?
উত্তরঃ 100 টির বেশিগেট ।
২৯০। আই. সি’র পাওয়ার বিব'ধন কত?
উত্তরঃ 10,000 গুন ।
২৯১। আই সি নির্মানে প্রধান অসুবিধা কী ?
উত্তরঃ এতে ইন্ডাকক্টর এবং বেশি ওয়াটের রেজিষ্টর স্থাপনা করা যায় না ।
২৯২। এস.সি.আর এর অপর নাম কী ?
উত্তরঃ থাইরিষ্টর ।
২৯৩। এস সি আর এর জাংশন কয়টি1 ?
উত্তরঃ ৩টি
২৯৪। এস সি আর কে কি ভাবে কাজ করাতে হয় ?
উত্তরঃ জাংশন ব্রেক ডাউন ভোল্টেজ ।
২৯৫। গেট সার্কিটের কাজ কী ?
উত্তরঃ ব্রেক ওভার ভোল্টেজ এর মান কমানো ।
২৯৬। ডায়াক কী ?
উত্তরঃ দু টার্মিনাল ও তিন স্তর বিশিষ্ট ডিভাইস ।
২৯৭। ডায়াকে কয়টি জেনার ডায়োড থাকে ?
উত্তরঃ দুটি ।
২৯৮। ডায়াকে ব্রেক ডাউন ভোল্টেজ কত ?
উত্তরঃ 30 ভোল্ট হতে 50 ভোল্ট ।
২৯৯। ডায়াকের ব্রেক ওভার কারেন্ট কত ?
উত্তরঃ 100 মাইক্রো- AMPLIFIER ।
৩০০। ডায়াকের ভোল্ট AMPLIFIER এর বৈশিষ্ট্য কেমন ?
উত্তরঃ ইংরেজী z অক্ষরের মত ।
৩০১। ট্রায়াক কী ?
উত্তরঃ ট্রায়াক হল তিন টার্মিনাল ও পাঁচ স্তর বিশিষ্ট সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস ।
৩০২। ট্রায়াকের দিক কয় টি ?
উত্তরঃ দুটি ।
৩০৩। ট্রায়াকের V-I কার্ভ কোন ডিভাইসের মত ?
উত্তরঃ এস সি আর-এর মত ।
৩০৪। ট্রায়াক কয়টি পোলারিটিতে কাজ করতে পারে ?
উত্তরঃ দুটি ।
EmoticonEmoticon