HSC Result 2016 এর ফলাফল কিভাবে সংগ্রহ করবেন (এইচএসসি ফলাফল ২০১৬) – বিস্তারিত দেখুন

Tags

 sbdsong.tk - The Best Forum in Bangladesh

HSC Exam Result 2016:- এইচএসসি, আলিম ও সমমানের ২০১৬ সালের পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবারের ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যানগণ। আনুষ্ঠানিকভাবে বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ফল জানতে পারবে ইন্টারনেট ও মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে বেলা ২টা থেকে।

এবার সব বোর্ড মিলে পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। এর মধ্যে ছয় লাখ ৫৪ হাজার ১১৪ জন ছাত্র এবং পাঁচ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। আটটি বোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৯১ হাজার ৫৯১ ও এইচএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ২ হাজার ১৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

গত ৩ এপ্রিল তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শুরু হয়ে ৯ জুন শেষ হবার কথা থাকলেও ইউপি নির্বাচন এবং ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে বার বার পরীক্ষা-পিছিয়ে দেয়া হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এবারোও ফলাফল প্রকাশ করা হচ্ছে।

এবারের এইচএসসি পরীক্ষার্থীরা বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও জানতে পারবে। আদালতের নির্দেশে এই সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। তবে একাডেমিক ট্রান্সক্রিপ্টে নয়, বোর্ডের ওয়েবসাইটে প্রত্যেক শিক্ষার্থীর ফলাফলে জিপিএ, গ্রেড পয়েন্টের পাশাপাশি প্রাপ্ত নম্বরও থাকবে।

দুপুর ২টা থেকে কলেজের নোটিশ বোর্ড, ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

অনলাইনে ফল পেতে ভিজিট করুন:

educationboardresults.gov.bd

EIIN নম্বর দিয়ে যে কোন কলেজ এর ফলাফলডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন

SMS এর মাধ্যমে ফলাফল নেয়ার পদ্ধতি নিচে দেয়া হলঃ

HSC Result 2016 পেতে লিখুনঃ

#HSC Board 1st 3 letter Roll Number Year & send sms to 16222
উদাহরণঃ HSC DHA 223366 2016 & send sms to 16222

#আলিম রেজাল্ট পেতে লিখুনঃ

ALIM MAD Roll Number Year & send sms to 16222
উদাহরণঃ ALIM MAD 330977 2016 & send sms to 16222

#Technical রেজাল্ট পেতে লিখুনঃ

HSC TEC Roll Number Year & send sms to 16222
উদাহরণঃ HSC TEC 330977 2016 & send sms to 16222

বিভিন্ন বোর্ডের কোডঃ

DHAKA-DHA
COMILLA-COM
CHITTAGONG-CHI
RAJSHAHI-RAJ
SYLHET-SYL
JESSORE-JES
BARISHAL-BAR
DINAJPUR-DIN
MADRASHA-MAD
TECHNICAL-TEC


EmoticonEmoticon