স্টার্টআপ অথবা ব্র্যান্ডের মালিক
কিংবা নতুন ব্যবসা চালুর কথা ভাবছেন,
তাহলে নামের সাথে প্রথমেই যে বিষয়টি
সামনে আসে সেটি হলো একটি মানানসই
লোগো। তবে নতুন উদ্যোক্তাদের জন্য
প্রাথমিকভাবে একটি লোগো তৈরির
পিছনে কয়েক’শ ডলার খরচ করা
বেশিরভাগ সময়ই অসম্ভব হয়ে পড়ে। এই
প্রতিবন্ধকতা দূর করতে মাত্র এক মিনিটেই
নতুন একটি লোগো তৈরি অ্যাপ চালু
হয়েছে।
লোগো ফাউন্ডরি নামে অ্যান্ড্রয়েড ও
আইওএস প্লাটফর্মের এই অ্যাপটি সহজেই
একজন অদক্ষকেও লোগো তৈরিতে
পারদর্শী করে তুলবে। এছাড়া অ্যাপটি
ছোট প্রকল্প যেমন স্টিকার তৈরিতেও
ভালো কাজে দেবে বলে মনে করছেন
সংশ্লিষ্ঠরা।
লোগো ফাউন্ডরি হলো মূলত একটি
টেমপ্লেট, যেখানে আগের থেকেই
অসংখ্য ফন্ট, গ্রাফিক্সসহ একটি লোগোতে
ব্যবহারের জন্য যেসব প্রয়োজনীয় টুলস
দরকার তা রয়েছে।
গোলাকার লোগোর জন্য বাঁকানো টেক্সট
লেখার সুবিধা রয়েছে। এগুলোর আকারেও
পরিবর্তন আনা যাবে। সার্চের মাধ্যমেই
প্রয়োজনীয় গ্রাফিক্স খুজে বের করা
যাবে।
অ্যান্ড্রয়েডের জন্য
গুগল প্লে স্টোর
থেকে ও আইওএসের জন্য
আইটিউন থেকে
অ্যাপটি ডাউনলোড করা যাবে।
কিংবা নতুন ব্যবসা চালুর কথা ভাবছেন,
তাহলে নামের সাথে প্রথমেই যে বিষয়টি
সামনে আসে সেটি হলো একটি মানানসই
লোগো। তবে নতুন উদ্যোক্তাদের জন্য
প্রাথমিকভাবে একটি লোগো তৈরির
পিছনে কয়েক’শ ডলার খরচ করা
বেশিরভাগ সময়ই অসম্ভব হয়ে পড়ে। এই
প্রতিবন্ধকতা দূর করতে মাত্র এক মিনিটেই
নতুন একটি লোগো তৈরি অ্যাপ চালু
হয়েছে।
লোগো ফাউন্ডরি নামে অ্যান্ড্রয়েড ও
আইওএস প্লাটফর্মের এই অ্যাপটি সহজেই
একজন অদক্ষকেও লোগো তৈরিতে
পারদর্শী করে তুলবে। এছাড়া অ্যাপটি
ছোট প্রকল্প যেমন স্টিকার তৈরিতেও
ভালো কাজে দেবে বলে মনে করছেন
সংশ্লিষ্ঠরা।
লোগো ফাউন্ডরি হলো মূলত একটি
টেমপ্লেট, যেখানে আগের থেকেই
অসংখ্য ফন্ট, গ্রাফিক্সসহ একটি লোগোতে
ব্যবহারের জন্য যেসব প্রয়োজনীয় টুলস
দরকার তা রয়েছে।
গোলাকার লোগোর জন্য বাঁকানো টেক্সট
লেখার সুবিধা রয়েছে। এগুলোর আকারেও
পরিবর্তন আনা যাবে। সার্চের মাধ্যমেই
প্রয়োজনীয় গ্রাফিক্স খুজে বের করা
যাবে।
অ্যান্ড্রয়েডের জন্য
গুগল প্লে স্টোর
থেকে ও আইওএসের জন্য
আইটিউন থেকে
অ্যাপটি ডাউনলোড করা যাবে।
EmoticonEmoticon