যারা নিয়মিত Internet Use করে, তাদের প্রায়ই অনেককিছু ডাউনলোড করতে হয়। আর যারা নিয়মিত ডাউনলোড করে, তারা প্রায় সবাই জানে যে Download Manager এর ক্ষেত্রে এখন পর্যন্ত একচ্ছত্র রাজত্ত করছে যে, তার নাম হল- Internet Download Manager বা সংক্ষেপে IDM. এটি আসলেই খুবই দরকারি একটি সফটওয়্যার। এর অসাধারন সব Feature এবং এর User Friendly Interface একে করে তুলেছে তুমুল জনপ্রিয়।
কিছুদিন আগে এর নতুন Version~6.02beta বের হয়েছে। সেটি নিয়েই আমার আজকের টিউন।
কিছুদিন আগে এর নতুন Version~6.02beta বের হয়েছে। সেটি নিয়েই আমার আজকের টিউন।
আসুন দেখি এই version এ কি কি নতুন Feature যোগ হল-
- আগের Version এর কিছু Important Bug এই Version এ Fix করা হয়েছে।
- আগের Version এ IDM এর কারনে কোন কোন সময় কিছু ওয়েবপেজ ভুলভাবে প্রদর্শিত হত। এই Version এ এমনটি আর হবে না।
- আগের Version এ Advanced integration driver এর কারনে কোন কোন সময় System crash করত। এটি এই Version এ Fix করা হয়েছে।
- এধরনের অনেক ফিচার নিয়ে এবারের IDM এর নতুন পথচলা।
নতুন ফিচারের কথা নাহয় বাদই দিলাম। সময়ের সাথে নিজেকে Updated তো রাখতে হবে, তাইনা?? -
- যদি ইতিমধ্যে ডাউনলোড করে থাকেন, তাহলে নিশ্চই আপনার মন খারাপ হয়ে গেছে? নিশ্চই ভাবছেন- আরে এটা তো Trail ভার্সন, এটা দিয়ে কি করব, মাত্র ১মাস মেয়াদ...ইত্যাদি...ইত্যাদি।
হ্যা, মন খারাপ হওয়ার কথাই বটে। জনপ্রিয় এই সফটওয়্যার টি ফ্রী নয়। এর অনেক দাম। বাংলাদেশি টাকায় প্রায় ২০০০ টাকা! যা আমাদের মত সাধারন User দের পক্ষে কিনে ব্যবহার করা বেশ কঠিন।
তাই বলে কি আমরা কি এর সার্ভিস থেকে বঞ্চিত থাকব?? মোটেই না! আমি আপনার জন্য Full Version এর ব্যবস্থা করেছি।
আসুন trail Mode কে Full Version Mode এ বদলে ফেলি
- প্রথমে এখান থেকে Zip File টি ডাউনলোড করে নিন।
- Zip File টিকে Extract করার পর এর মধ্যে Patch ও Keygen নামে দুটি File পাবেন।
- File দুটি কপি করে ইন্সটলেশন ফোল্ডারে Paste করে দিন। (Default ভাবে- C:\Program Files\Internet Download Manager)
- এবার প্রথমে Patch File টিতে ডাবল ক্লিক করে Patch Button এ ক্লিক করুন এবং Patch হয়ে গেলে Exit করুন।
- এবার Keygen ফাইল টিতে ডাবল ক্লিক করে Generate Button এ ক্লিক করলে একটি Serial পাবেন। সেটি কপি করুন।
- IDM Open করে Registration Tab এ ক্লিক করে সিরিয়াল এর জায়গায় প্রাপ্ত সিরিয়াল টি Paste করুন। বাদবাকি Information আপনার ইচ্ছামত দিন। (যেমন E-mail) এবং Register/ok Button এ ক্লিক করুন। ব্যস পেয়ে গেলেন IDM এর Full Version. সবকিছু ঠিকঠাক থাকলে নিচের ছবির মত দেখাবে-
আমার টিউনটি পরার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। - যদি ইতিমধ্যে ডাউনলোড করে থাকেন, তাহলে নিশ্চই আপনার মন খারাপ হয়ে গেছে? নিশ্চই ভাবছেন- আরে এটা তো Trail ভার্সন, এটা দিয়ে কি করব, মাত্র ১মাস মেয়াদ...ইত্যাদি...ইত্যাদি।
EmoticonEmoticon