একজন ভাল হ্যাকার এর যেসকল গুণাবলি থাকা প্রয়োজন

আপনি বর্তমানে নিজেকে একজন ভাল এবং সফল হ্যাকার হিসেবে পরিচয় দিচ্ছেন কিন্তু আপনি জানেন কি একজন ভাল হ্যাকার এর কি কি গুণাবলি থাকা প্রয়োজন। দয়া করে নিচের গুণাবলিগুলো পড়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কেমন হ্যাকার। তাহলে চলুন জানা যাকঃ



  • কখন ও কোন সিস্টেম এর ক্ষতি করবেন এতে আপনার কোন সমস্যা হবে না।
  • আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন অন্তত তাকেও আপনি কখনও আপনার হ্যাকিং এর প্রোজেক্ট এবং পদ্ধতি বলবেন না কারণ আজকে যে আপনার আপন জন আগামি কাল সেও হতে পারে আপনার শত্রু।
  • যখন আপনি সরকারি কোন কিছু হ্যাক করতে যাবেন তখন আপনি নিজে সাবধান থাকবেন কারণ সরকারি এবং বড় বড় সব কিছুই ট্রাক করা হয়। বুঝে শুনে কাজ করবেন।
  • কখন ও কারণ ছাড়া কাওকে হ্যাক অথবা কোন কিছু হ্যাক করার চেষ্টা করবেন না।
  • কখন ও সরকারি কম্পিউটার হ্যাক করবেন না।
  • আপনার হ্যাক এর সকল কিছু আপনি নিরাপদ স্থানে রাখবেন।
  • কখন ও আপনি আপনার নিজের নাম এবং নিজের মোবাইল নাম্বার ব্যাবহার করে রিসেন্ট হ্যাক সম্পর্কে কাওকে জানাবেন না। তাহলে সমস্যাই পড়তে পারেন।
  • সবসময় ভালোর ভাল কাজে এবং খারাপ এর জন্য খারাপ কাজে হ্যাক ব্যাবহার করবেন যাতে ভালোর ভাল হয় খারাপ এর খারাপ হয়।
  • হ্যাক করার সময় সব সময় নিজ চিন্তায় বিবেচনা করে হ্যাক করবেন।
  • কাউকে শিখাতে চাইলে সরাসরি যোগাযোগ না করে আপনি অন্য কোন ভাবে শিখাতে পারেন।
  • আপনি যে একজন হ্যাকার তা সবার সাথে শেয়ার করার কোন প্রয়োজন নেই।
  • সসিয়াল মিডিয়া গুলোতে আপনার পার্সোনাল তথ্য শেয়ার করবেন না।
  • কোন কিছু করার আগে এর ফলাফল কি কি হতে পারে তা ভেবে  কাজ করবেন।
আশাকরি এবার আপনি নিজের সম্পর্কে কিছু ধারণা পাবেন। ধন্যবাদ সকলকে।


EmoticonEmoticon