কিছু কীবোর্ডের শর্টকার্ট দেখে নিন।

Tags

কীবোর্ডের শর্টকার্ট নিয়ে আমরা অনেকেই ঝামেলা পাকিয়ে ফেলি।সঠিক ভাবে কীবোর্ডের শর্টকার্ট ব্যাবহার করতে পারলে কম্পিউটারের ব্যাবহার আমাদের কাছে অনেকটা সহোজ হয়ে ওঠে।চলুন তাহলে দেখে নেই প্রধান প্রধান কীবোর্ডের শর্টকার্ট গুলো যা প্রতিটা কম্পিউটার ব্যাবহারকারীর জানাটা জরুরী।


Keyboard Shortcut

Ctrl + C

এটা দিয়ে হাইলাইট করা যে কোন কিছুই সহজে কপি করা যায়।

Ctrl + V

আমরা যদি কোন টেক্সট বা অন্য কোন ফাইল কথাও কপি করে নিতে চাই তাহলে আমাদেরকে তা কপি করে আবার পেস্ট করতে হয়। আর এই পেস্ট করতেই সাহায্য করে।

Ctrl + Z

কোন একটা কাজ করলেন, এখন আবার পেছনে যেতে হবে, তাহলে এই শর্টকার্ট কী ব্যবহার করেন, কাজ হয়ে যাবে।

Ctrl + F

আপনি কোন প্রোগ্রাম এ কোন কিছু খুজতে চাচ্ছেন। তাহলে এই শর্টকার্ট টি আপনার জন্যই। যেমনঃ আপনি যদি ওয়ার্ড এ কিছু খুঁজে বের করতে চান তাহলে এই শর্টকার্ট ব্যবহার করে দেখতে পারেন।

Alt + Tab

এই শর্টকার্ট কী ব্যবহার করা হয় এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রাম এ সহজেই যাবার জন্য।

Ctrl + Backspace

সাধারণত Backspace দিয়ে আমরা একটা একটা করে বর্ণ মুছে থাকি। কিন্তু এই শর্টকার্ট কী দ্বারা আমরা একটা শব্দকেই একবারে মুছে ফেলতে পারবো।

Ctrl + S

এটি দ্বারা খুব সহজেই আমরা আমাদের যে কোন ফাইল কে সেভ করে ফেলতে পারবো।

Ctrl + Home or Ctrl + End

প্রথমটা দিয়ে আমরা মাউস এর কার্সর কে একেবারে উপরে নিয়ে যেতে পারবো এবং দিতীয়টি দ্বারা মাউস এর কার্সর কে একেবারে নিচে নিয়ে আসতে পারবো খুব সহজেই।

Ctrl + P

এটি দ্বারা কোন ডকুমেন্ট বা অন্য যে কোন কিছু প্রিন্ট করার ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায়।

Page Up

এই শর্টকার্ট কী দ্বারা যে কোন পেজ এর উপরের দিকে ওঠা যায়।

Page Down

এই শর্টকার্ট কী দ্বারা যে কোন পেজ এর নিচের দিকে আসা যায়।


EmoticonEmoticon